Home » ওয়েব মিডিয়া টিভি হান্ড্রেড বাংলার পক্ষ থেকে ইফতার পার্টি

ওয়েব মিডিয়া টিভি হান্ড্রেড বাংলার পক্ষ থেকে ইফতার পার্টি

by admin

প্রতিনিধি, উদয়পুর :- ওয়েব মিডিয়া টিভি ১০০ বাংলার পক্ষ থেকে শনিবার বিকেল চারটায় উদয়পুর টাউন জামে মসজিদে ইফতার পাটি অনুষ্ঠিত হয় । এদিনের ইফতার পাটিতে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার , বিধায়ক জিতেন্দ্র মজুমদার , বিশিষ্ট সমাজসেবী সানি সাহা , মসজিদ কমিটির সম্পাদক জাকির হোসেন , ওয়ার্ড কাউন্সিলার রেজাউল হোসেন ও টিভি হান্ড্রেড বাংলার কর্ণধার বিপ্লব দে , বিশিষ্ট সাংবাদিক দিলীপ দত্ত সহ প্রমুখ । এদিন প্রথমে চ্যানেলের কর্ণধার সকল অতিথিকে লাল গোলাপের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করেন । এদিন স্বাগত ভাষণ রাখেন টিভি হান্ড্রেড বাংলার কর্ণধার বিপ্লব দে স্বাগত ভাষণ রাখতে গিয়ে বলেন , দীর্ঘদিন ধরে এই ধরনের একটি অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয় চ্যানেল থেকে । যা আজকে ইফতার পার্টিতে সকলকে একসাথে করে এক ভ্রাতৃত্বের বার্তা দেয়া হয়েছে । যেভাবে এদিন হিন্দু এবং মুসলিম দুটি সম্প্রদায়ের মানুষ একসাথে বসে দেশ ও রাজ্যের জন্য যেভাবে সুখ শান্তি কামনা করা হয়েছে তা খুবই সুন্দর পরিবেশের রূপ ধারণ করেছে । এদিন বিধায়ক থেকে শুরু করে জিলা সভাধিপতি এবং চেয়ারম্যান ভাষণ রাখতে গিয়ে বলেন , নিউজ চ্যানেল টিভি হান্ড্রেড বাংলা যেভাবে আজকে এই ইফতার পাটির আয়োজন করেছে তা খুবই প্রশংসার যোগ্য। গোটা রাজ্যের মধ্যে এই প্রথম নিউজ চ্যানেল থেকে এই ধরনের ইফতার পাটি করা হয়েছে উদয়পুরের বুকে । যেভাবে এদিন এই নিউজ চ্যানেল থেকে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে যার মধ্যে দুইটি সম্প্রদায়ের মানুষ আজ একসাথে বসে ইফতার গ্রহণ করেছে যা খুবই সুন্দর এক বার্তা সমাজের মধ্যে গিয়েছে বলে ভাষনে উল্লেখ করেন অতিথিরা। এই দিনের ইফতার পার্টি কে কেন্দ্র করে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যা সকলের মধ্যে এক খুশির বার্তা নিয়ে এসেছে বলে মনে করছে মসজিদে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের সকলে।

You may also like

Leave a Comment