35
প্রতিনিধি, উদয়পুর :-
গৌরাঙ্গ মহাপ্রভুর ছত্রিশ প্রহর নাম কীর্তন অনুষ্ঠান শুরু হয়েছে ৫ ই ফাল্গুন থেকে গঙ্গা আনায়নের মাধ্যমে কাকরাবন ইচাছড়া হাসপাতাল চৌমুহনীতে । শনিবার ছিল মহাপ্রসাদ। এই দিন নাম কীর্তন অনুষ্ঠান কমিটির এক সদস্য বাবুল দেব জানান , ৫ ই ফাল্গুন সন্ধ্যা ছয়টায় গঙ্গা আনায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর ছত্রিশ প্রহর নাম কীর্তন । ২০২৪ সাল থেকে শুরু হয়েছে এই নাম কীর্তন। এইবার দ্বিতীয় বছরে পদার্পণ করেছে নাম কীর্তন। এবারের নাম কীর্তন কে কেন্দ্র করে ভক্ত প্রাণ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। শনিবার বিকেলে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিধায়ক অভিষেক দেব রায় তিনিও এই নাম কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে জানা যায় ।