Home » ব্যাংকের টাকা পরিশোধ না হওয়াতে বাড়ি সিল করলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ।

ব্যাংকের টাকা পরিশোধ না হওয়াতে বাড়ি সিল করলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ।

by admin

প্রতিনিধি, উদয়পুর :- ২০২৪ সালে নভেম্বর মাসে বাড়ির জায়গা ও দালান ঘর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কাছে বন্ধক দিয়ে ৩০ লক্ষ টাকার লোন রাশিদ খান নামে এক ব্যক্তি । কিন্তু ব্যাংকের লোন নেওয়ার পর মাত্র দুই থেকে তিনটি কিস্তি চালানো হয়েছে ব্যাংকের কাছে। পরবর্তী সময়ে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে কিস্তি । এবার বাধ্য হয়ে বুধবার দুপুরে উদয়পুর ধবজনগর স্থিত রাশিদ খানের বাড়িতে গিয়ে গোটা বাড়ির বিভিন্ন ঘরের সামনে ব্যাংকের নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে এবং সিল করা হয়েছে বিভিন্ন ঘর । ব্যাংক কর্তৃপক্ষ জানান বাগমা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখা থেকে এই লোন নেওয়া হয়েছিল । সঠিকভাবে এবং সঠিক সময়ে যেন লোন পরিশোধ করা হয় তার জন্য বিভিন্নভাবে ব্যাংক থেকে বাড়ির মালিক রাশিদ খানকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কোনভাবেই সাড়া দেয়নি রাশিদ । তাই বাধ্য হয়ে আজ রাধা কিশোরপুর পুলিশ এবং মহকুমা শাসকের উপস্থিতিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আগরতলা হেড অফিস ও উদয়পুর ব্রাঞ্চের আধিকারিকরা সরজমিনে গিয়ে বাড়িটি কে সিল করে দেয় । গোটা ঘটনায় উদয়পুর ধ্বজনগর ৫ নং ওয়ার্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।

You may also like

Leave a Comment