প্রতিনিধি কৈলাসহর:-অল ত্রিপুরা এম জি এন রেগা এমপ্লয় ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে তৃতীয় জেলা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে গত ১৯ শে জানুয়ারি কৈলাসহর স্থিত শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল হাইয়ার সেকেন্ডারি স্কুলে।এমজি এনরেগায় নিয়োজিত বিভিন্ন স্তরের কর্মীদের নিয়মিতকরণের দাবিকে সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিন বছর পর অনুষ্ঠিত তৃতীয় জেলা কনফারেন্সের সূচনা করেন চন্ডিপুরের বিধায়ক তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস,চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সম্পা দাস পাল, ভাইস চেয়ারপার্সন বিনয় সিংহ এবং অল ত্রিপুরা রেগা এমপ্লয় ওয়েলফেয়ার এসোসিয়েশনের রাজ্য সভাপতি অসীম মজুমদার এবং রাজ্য সহ-সভাপতি নৃপেন্দ্র সরকার সহ অন্যান্যরা।এই সম্মেলনে জিআরএস,টেকনিক্যাল এসিস্ট্যান্ট,কম্পিউটার অপারেটর,প্রোগ্রাম এসিস্ট্যান্ট এবং একাউন্ট এসিস্ট্যান্ট মিলেয়ে ১৮০ জন রেগা কর্মচারী উপস্থিত ছিলেন।যারা ঊনকোটি জেলার চারটি ব্লক এবং সরকারি বিভিন্ন অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন দীর্ঘ বছর ধরে।তাদের নিয়মিতকরন এবং বেতন বৃদ্ধির পাশাপাশি সমকাজের সমবেতন প্রদানেরও দাবি জানানো হয় এই সম্মেলন থেকে।কেননা রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরকে জনপ্রিয় করে তুলতে এবং এমজিএন রেগা প্রকল্পকে সঠিক বাস্তবায়নের ক্ষেত্রে মূল কারিগর রেগা কর্মচারীরা।এই প্রশংসিত বাস্তবায়নের জন্য ত্রিপুরা সরকার অনেক পুরস্কারও পেয়েছে বিভিন্ন সময়ে।বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী টিংকু রায় বলেন,গ্ৰামীন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে রেগা কর্মচারীদের অনেক অবদান রয়েছে। সরকারের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে রেগা কর্মচারীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী শ্রী রায়।তিনি বলেন রেগা কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়টি সরকারের মাথায় রয়েছে। সরকার সেই চেষ্টা জারী রেখেছে।তার জন্য সময় দিতে হবে।যেহেতু রেগা কর্মচারীরা একটি স্কিমের আওতায় কাজ করছেন তাই তাদের বেতন এডমিনিস্ট্রেটিভ ফান্ড থেকে ৬ শতাংশ বেতন দেওয়া হচ্ছে।তবে রেগা কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন বলে আশ্বস্ত করেন মন্ত্রী টিংকু রায়।
76
next post