Home » প্রয়াত আলিসার বাড়িতে গেলেন মন্ত্রী রতন লাল নাথ, আশ্বাস দিলেন সঠিক তদন্তের

প্রয়াত আলিসার বাড়িতে গেলেন মন্ত্রী রতন লাল নাথ, আশ্বাস দিলেন সঠিক তদন্তের

by admin

প্রতিনিধি মোহনপুর:- স্পোর্টস স্কুল থেকে আলিসার মৃতদেহ উদ্ধারের পর বুধবার লেফুঙ্গায় তার বাড়িতে গেলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ। কথা বলেছেন পরিবারের সাথে। অবগত হয়েছেন পরিবারের অভিযোগ সম্পর্কে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন গোটা বিষয়ে যাতে পুলিশ সঠিক তদন্ত করে সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্প্রতি স্পোর্টস স্কুল থেকে আলিসা দেববর্মা নামে এক নাবালিকা ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা হোস্টেল চত্বরে। পরিবারের তরফে এই মৃত্যুকে কেন্দ্র করে সন্দেহ প্রকাশ করা হয়েছে। অভিযোগ ঘটনার দিন পরিবারের লোকেদের সাথে অত্যন্ত অশালীন ব্যবহার করেছেন ওয়ারডেন রুমিতা দেববর্মা। পরিবারের লোকেদের অভিযোগ এই মৃত্যুর পেছনে ওয়ার্ডেন অথবা কর্তৃপক্ষের কোন না কোন ভাবে ভূমিকা রয়েছে। বুধবার মন্ত্রীর কাছে পরিবারের লোকেরা গোটা বিষয়ে অভিযোগ করেছেন। এদিকে বুধবার এই বিষয়ে পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। মন্ত্রী বলেন এই মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি এই মৃত্যুর রহস্য উন্মোচনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন টিটিএটিসির ইএম রুনিয়াল দেববর্মা, লেফুঙ্গা বিএসি চেয়ারম্যান রণবীর দেববর্মা সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment