
প্রতিনিধি। তেলিয়ামুড়া।২৩শে মার্চ। রাজ্যে শান্তি সম্প্রীতি উন্নয়নের ক্ষেত্রে জন জাতিদের মধ্যে জমাতিয়া সম্প্রদায়ের অবিস্মরণীয়, তেমন ই রাজ্যের জনজাতি অংশের সম্প্রদায় গুলোর মধ্যে বরাবরই জমাতিয়া সম্প্রদায় নানান প্রকারের ধর্মীয় আচার-আচরণ করার মধ্য দিয়ে ব্যাপক সাড়া তৈরি করে থাকে।জামাতিয়া হদার আধ্যাত্মিকতার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।এরই অঙ্গ হিসাবে প্রতিবছর যথাযথ বিধি নিয়মকে মান্যতা প্রদান করে চৈত্র মাসে নির্দিষ্ট তিথিতে গঙ্গা পূজা আয়োজন করা হয় জগত সংসারের মঙ্গল কামনায়। আজ জমাতিয়া হদার কল্যাণপুর ময়াল কমিটির উদ্যোগে, ময়ালের অন্তর্গত ২৯ টা গ্রাম একত্রিত হয়ে গঙ্গা পূজা সম্পাদন করে। তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুরের দক্ষিণ ঘিলাতলির সত্যগুরু পাড়ার খোয়াই নদীর তীরবর্তী স্থানে এই পূজা আয়োজনকে ঘিরে রীতিমতো মিলন মেলার পরিবেশ পরিলক্ষিত হয়। জমাতিয়া সম্প্রদায়ের এই ধর্মীয় আয়োজন হলেও ব্যাপক সংখ্যক অনুপজাতি অংশের অংশগ্রহণ তাৎপর্যপূর্ণভাবে পরিলক্ষিত হয়েছে।
এদিকে গোটা বিষয় নিয়ে জমাতিয়া সম্প্রদায়ের সর্দার বা চৌধুরী জানান সংশ্লিষ্ট পূজা আয়োজন এবার ১১০ তম বছরে পদার্পণ করেছে। তিনি আরো জানিয়েছেন প্রতিবছর নিয়ম করে চৈত্র মাসের শনি কিংবা মঙ্গলবার অমাবস্যা এবং একাদশী তিথিকে বাদ দিয়ে এই পূজা আয়োজন করা হয় জগত সংসারের সার্বিক মঙ্গল কামনায়।
এখানে উল্লেখ করা প্রয়োজন এ বছরের এই পুজো আয়োজন এর পূর্ববর্তী রাতে গতকাল দক্ষিণ ঘিলাতলির ওয়াতিলংপাড়ার চৌধুরী বাড়িতে যথাবিহিত বিধি-নিষেধ অনুযায়ী চন্ডী পূজা সমাপনের পর আজকের এই আয়োজনে সার্বিকভাবে সকল অংশের সদর্থক উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।