ধর্মনগর প্রতিনিধি।
দুর্ঘটনা প্রতিদিন বেড়েই চলেছে। একদিকে ট্রাফিক পুলিশ দুর্ঘটনা এড়াতে সচেতনতা শিবির এবং কঠোর হচ্ছে তেমনি সুযোগ পেলেই দুর্ঘটনার মাত্রা জেলা জুড়ে বেড়ে চলেছে। ট্রাফিক পুলিশের মধ্যে তৎপরতা থাকলে কি হবে এখনো যে সাধারণের মধ্যে সচেতনতা আসেনি বিশেষ করে যারা চালক সহচালক তারা এখনো প্রতিদিন দুর্ঘটনা জনিত সচেতনতা শিবিরে যোগদান করে ও নিজেরা সচেতন হচ্ছে না। এরই ফলস্বর ূপ শুক্রবার রাত সাড়ে দশটার দিকে একটি maruti alto গাড়ি ধর্মনগর থেকে কৈলাশহর যাবার রাস্তায় জল রোডে শ্রেষ্ঠা আই হসপিটাল এর পাশে একটি গাছকে সজোড়ে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবাতে পড়ে যায়। গাড়িটির নাম্বার এ এস ০১ বি ওয়াই ৫০৯৪। গাড়িটির চালক ছিল জয় দ্বীপ দাস বয়স 25 বছর তার বাড়ি ধর্মনগরের আলগাপুরে। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর লোকেরা দৌড়ে আসে এবং জয় দ্বীপ দাস কে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে আশংকা জনক অবস্থায় নিয়ে গিয়ে ভর্তি করে। বর্তমানে চালক ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পাড়ি খেয়ে গাড়ি ডোবাতে, আশঙ্কাজনক অবস্থায় চালক উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
109