Home » বসন্ত উৎসবে ঘুঙরূ ডান্স একাডেমির কচিকাচাদের সাথে টাউন মিলিয়ে অভিভাবক।

বসন্ত উৎসবে ঘুঙরূ ডান্স একাডেমির কচিকাচাদের সাথে টাউন মিলিয়ে অভিভাবক।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
দোল এসে গেছে, বসন্তের হাওয়া সর্বত্র বইতে শুরু করেছে এমন অবস্থায় আবাল বৃদ্ধ বণিতা সবার মধ্যে বসন্তের হাওয়া লাগাটা একটা চিরন্তন স্বাভাবিক পর্যায়ের ঘটনা। এই বসন্ত উৎসবের হাওয়ায় নিজেদেরকে সামিল করে গাঁ উজাড় করেনি দিয়েছে ধর্মনগরের পদ্মপুরের ঘুঙরু ডান্স একাডেমির ছাত্র-ছাত্রী আবহ- অভিভাবকরা। এই ডান্স একাডেমির অধ্যাপক শুভঙ্কর দে নিজেকেও ভাসিয়ে দিয়েছে বসন্ত উৎসবের মলিনতায়। একদিকে কচিকাঁচা বাচ্চাদের সমারোহ রঙ বেরঙে পোশাকে সজ্জিত হয়ে ধর্মঘর শহরে বিভিন্ন পয়েন্টে মানুষের সাথে আবির বিনিময়ে করে চলেছে অন্যদিকে অভিভাবকরা তাদের চিরন্তন স্বভাবে আবিরের সজ্জিত হয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ধামাইল নৃত্য পরিবর্তন করে করে চলেছে। এ যেন এক অপূর্ব সৃষ্টির উল্লাস। মানুষ যখন স্বতঃস্ফূর্ত আনন্দে নিজেদেরকে ভাসিয়ে দেয় তখনই এই ধরনের আনন্দের পরিস্ফোরণ ঘটে। আজ কচিকাঁচা শিশুদের সাথে অভিভাবকদের এই ধরনের মেলবন্ধনে একটা মানসিক তৃপ্তির উল্লাস যেন উঁকি দিয়ে গেল। একেই বলে সৃষ্টি সুখের উল্লাসে।

You may also like

Leave a Comment