Home » শান্তির বাজার বনদপ্তরের অফিস সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় আহত এক নিহত এক।

শান্তির বাজার বনদপ্তরের অফিস সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় আহত এক নিহত এক।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি: ঘটনার বিবরনে জানাযায় শনিবার শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রমনু সাপ্তাহিক বাজার থেকে বাড়ী ফেরার পথে শান্তির বাজার মহকুমার বনদপ্তরের অফিস সংলগ্ন এলাকায় একটি নাম্বার বিহীন অটোগাড়ী নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। এই দুর্ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ আহত ব্যক্তি মরন শীল ( ৫০ ) জানান উনারা বীরচন্দ্র মনু সাপ্তাহিক বাজার থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান অটো চালক ও যেই ব্যক্তি মারা গেছেন উনারা মদ্যপান করেছিলেন। এতেকরে অটোচালক দ্রুত গতিতে অটো চালানোর ফলে নিয়ন্ত্রন হারিয়ে অটোটি দুর্ঘটনার কবলেপরে। দুর্ঘটনায় মরন শীল আহত হন এবং পরিমল সরকার ( ৬০ ) নিহত হন। অপরদিকে দুর্ঘটনার পরবর্তীসময় অটো চালক ও অপর একজন যাত্রী ঘটনাস্থলথেকে পালিয়েযায়। যানাযায় দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তি বিলোনিয়া মহকুমার মতাই এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পরবর্তীসময় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতকে উদ্ধারকরে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়েআসে। পুলিশ জেলা হাসপাতালে উপস্থিত হয়ে দুর্ঘটনার তদন্তে নেমেছেন। অপরদিকে একইদিনে বাইখোড়া থানার অধীনে কলসীরমুখ এলাকায় দুর্ঘটনার স্বীকারহয় এক মহিলা। জানাযায় মনিরামপুর এলাকার বাসিন্দা শান্তিদেবী ত্রিপুরা বীরচন্দ্র মনু যাবার জন্য বেরহয়। তিনি যে গাড়ীকরেযাচ্ছিলেন গাড়ীটি কলসীরমুখ এলাকায় পৌঁছানোর পর সকলে প্রাকৃতিক কাজের জন্য গাড়ীটি দার করিয়েছেন। সেইসময় একটি স্কুটি শান্তিদেবী ত্রিপুরাকে সজোরে ধাক্কাদিয়ে পালিয়ে যায় বলে জানাযায়। দুর্ঘটনার পরবর্তীসময় আহত মহিলাকে চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যেকেন্দ্রে নিয়েগেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত মহিলাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে। জানাযায় দুর্ঘটনাগ্রস্থ স্কুটিটির নাম্বার জানাগেছে। এখন দেখার বিষয় পুলিশ স্কুটি চালককে আটক করতে কতটুকু সক্ষমহয়।

You may also like

Leave a Comment