প্রতিনিধি। তেলিয়ামুড়া।২২ফেব্রুয়ারী।তেলিয়ামুড়ার উন্নয়নে আরো দুটি পালক যুক্ত হতে চলেছে।আগামী ২৬ শে ফেব্রুয়ারি তেলিয়ামুড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার হাত ধরে উদ্বোধন হতে চলেছে আধুনিক মানের টারসিয়ারি সেন্টার এবং বিদ্যুৎ চালিত আধুনিক শ্মশানের।
এই উদ্বোধনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে আজ তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারম্যান রূপক সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দলকে সফর করতে দেখা গেছে টারশিয়ারি সেন্টার এবং শ্মশান ঘাট চত্বরে।
এর ই ফাঁকে সংবাদ প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে চেয়ারম্যান রূপক সরকার জানান,তুইচিন্দ্রাই এলাকাতে প্রায় ১২ কানির উপরে জায়গাতে আধুনিক মানসম্পন্ন টারশিয়ারি সেন্টার চালু হয়ে গেলে দীর্ঘদিনের তেলিয়ামুড়া বাসীর দাবি পূরণ হবে। এবং পরিবেশ বান্ধব এই টারশিয়ারি সেন্টার নতুনভাবে পথ চলতে শুরু করায় রূপক সরকার বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন দেড় কোটি টাকা ব্যয় করে এই আধুনিক মানের টারশিয়ারি সেন্টার তৈরি হয়েছে এবং এক কোটি দশ লক্ষ টাকা ব্যয় করে নতুন পরিসরে বিদ্যুৎ চালিত শ্মশান ঘাট তৈরি হয়েছে। বলাবাহুল্য এই দুটি উদ্বোধনের মধ্য দিয়ে তেলিয়ামুড়া বাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সময়ে তেলিয়ামুড়া প্রশাসন এবং সাধারণ মানুষ অনুভব করেছিল বৈদ্যুতিক চালিত শ্মশানঘাটের।
তেলিয়ামুড়ার উন্নয়নে আরো দুটি পালক যুক্ত হতে চলেছে।
110
previous post