প্রতিনিধি কমলাসাগর :-
সোমবার অর্থাৎ ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে যার জন্য গোটা দেশের মানুষ অধির আগ্রহে ছিল সোমবার অর্থাৎ ২২ জানুয়ারি দেশবাসীর সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা কে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ডাকে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে ও সমস্ত মন্দিরে সাফাই অভিযান জারি রয়েছে। তারই অঙ্গ হিসাবে রবিবার সিপাহীজলা জেলার কমলাসাগর কসবেশ্বরী কালী মায়ের মন্দিরে সাফাই অভিযান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। গল্পস্বরে মায়ের মন্দিরের সিঁড়ি গুলি নিজ হাতে জল ঢেলে সাফাই করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে কয় বছর মায়ের মন্দিরে পূজা অর্চনা করেন। এ দিনের এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন এলাকার বিদায়িকা অন্তরা সরকার দেব, বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, জেলা পুলিশ সুপার বিজে রেড্ডি, জেলাশাসক নাগেশ কুমার বি, এলাকার বিশিষ্ট সমাজ সেবক সুবীর চৌধুরী সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী কসেশ্বরী মায়ের মন্দিরের উপস্থিত হয়ে রাজ্য বাসীর মঙ্গল কামনায় পূজার্চনা করেন এবং পরে মুখ্যমন্ত্রী নিজের হাতে মায়ের মন্দির পরিষ্কার করেন।