Home » উৎসাহ উদ্দীপনা এর মধ্যে দিয়ে ধর্মনগরে পূর্ণ রাজ্য দিবস পালিত।

উৎসাহ উদ্দীপনা এর মধ্যে দিয়ে ধর্মনগরে পূর্ণ রাজ্য দিবস পালিত।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
রবিবার ধর্মনগরের বিবেকানন্দ স্বার্ধ শতবার্ষিকী ভবনে উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পুনরাজ্য দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন, জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, মহকুমা ম্যাজিস্ট্রেট শ্যাম জয় তোমাতিয়া, শিক্ষা দপ্তরের আধিকারিক এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্ধাতন কর্মকর্তারা। উদ্বোধন করে অধ্যক্ষ রাজ্যের শিক্ষা প্রসারে উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় যেভাবে রাজ্য সরকারের একান্ত প্রয়াসে শিক্ষা সম্প্রসারিত হচ্ছে তার প্রশংসা করেন। শুধুমাত্র উত্তর জেলায় 28 টি বেসরকারি বিদ্যালয় রয়েছে তার মধ্যে ১৫ থেকে ১৬ টি সিবিএসই বিদ্যালয়ে রয়েছে। একটা সময় ছিল যখন সিবিএসই স্বীকৃত বিদ্যালয়ের সংখ্যা ছিল হাতে গোনা ।এখন সরকারি বেসরকারি ভাবে cbsc স্বীকৃত বিদ্যালয় সংখ্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ায় ছাত্রছাত্রীদের সারা ভারতের সাথে মিলিয়ে পড়াশোনায় প্রতিযোগিতার ক্ষেত্রে সুবিধা হয়ে গেল। তার উপর রয়েছে পিএম শ্রী সুবিধাসমিত বিদ্যালয়। ১৯৭২ সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের স্বীকৃতি পাওয়ার পর থেকে ছোট্ট পাহাড়ি রাজ্য বিভিন্ন দিকে এগিয়ে চলেছে। যোগাযোগ ব্যবস্থা শিক্ষা অর্থনীতি প্রতিটি ক্ষেত্রে রাজ্যের ছেলেমেয়েরা দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। খেলাধুলার ক্ষেত্রেও রাজ্য এগিয়ে চলেছে। শিল্পক্ষেত্রে নতুন নতুন উদ্যোক্তা রাজ্যের ভবিষ্যৎ গড়ার সাক্ষী হয়ে কাজ করে চলেছে। তাই সবার ঐকান্তিক প্রয়াসে রাজ্যের উন্নয়নের অগ্রগতি অব্যাহত চলছে।

You may also like

Leave a Comment