
প্রতিনিধি, বিশালগড়, ২২ নভেম্বর।।
ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিজয়া সম্মেলন উপলক্ষে শারদ সম্মান প্রদান, বার্ষিক স্মরণিকা “সংবাদদাতা” প্রকাশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান সংগঠনের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলন সম্বোধন করেন এসোসিয়েশনের বিশালগড় শাখার সম্পাদক খোকন ঘোষ। ছিলেন সভাপতি সমীর ভৌমিক, প্রাক্তন সম্পাদক ভবতোষ ঘোষ। সম্পাদক খোকন ঘোষ জানান, আগামী ২৪ শে নভেম্বর ২০২৩ শুক্রবার বিকাল পাঁচটায় বিশালগড় নতুন টাউন হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ ও অন্যান্য দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত সুধাংশু দাস । এ ছাড়া উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব , সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত , বিশালগড় পুর পরিষদের মাননীয় চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ , এসোসিয়েশনের রাজ্য সভাপতি ধ্রুব রঞ্জন সেন, সম্পাদক সুনীল দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের বিশালগড় মহকুমা কমিটির সভাপতি সমীর ভৌমিক। অতিথিদের হাত ধরে ভবতোষ ঘোষের সম্পাদনায় স্মরণিকা “সংবাদদাতা” র মলাট উন্মোচন করা হবে। এবছর বিশালগড় এবং জম্পুইজলা মহকুমার সেরা ১৩ টি দুর্গাপূজা উদ্যোক্তাদের শারদ সম্মান প্রদান করা হবে। সেরা ক্লাবগুলি হলো অফিসটিলা যুবক সংঘ, তরুণ সংঘ, নবতারা সংঘ, বিশ্বপ্রিয় ক্লাব, টিএসআর সপ্তম বাহিনী ( জম্পুইজলা) মধুপুর প্লে সেন্টার, দক্ষিণ চরিলাম যুব সংস্থা, প্রগতি সংঘ, মধ্যলক্ষীবিল পূজা কমিটি, হামবাই ক্লাব ( জম্পুজলা), গোলাঘাটি দক্ষিণ বাজার পূজা কমিটি, বিজয়ী সংঘ, বীর সন্ন্যাসী বিবেকানন্দ ক্লাব। অনুষ্ঠানে স্থানীয় এবং অতিথি শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত নৃত্য পরিবেশন করবেন। অনুষ্ঠানে সকল অংশের নাগরিকদের উপস্থিতি কামনা করেন অ্যাসোসিয়েশনের বিশালগড় মহকুমা কমিটির কর্মকর্তারা ।