Home » বিধায়িকার হাত ধরে প্রতি ঘরে সুশাসন ক্যাম্পের উদ্বোধন

বিধায়িকার হাত ধরে প্রতি ঘরে সুশাসন ক্যাম্পের উদ্বোধন

by admin

প্রতিনিধি কমলাসাগর ২২ নভেম্বর:-

প্রতি ঘরে সুশাসনের অঙ্গ হিসাবে বুধবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট চা বাগান সংলগ্ন নাট মন্দিরে এক প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়। এই প্রশাসনিক শিবিরের উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব, ডুকলী ব্লকের ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি, কাঞ্চনমালা ও বিক্রম নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। একদিনের এই প্রশাসনিক শিবিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। একদিন আর কি প্রশাসনিক শিবিরে কয়েকটি এলাকার মানুষ প্রশাসনিক সুবিধা গ্রহণ করতে অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র পেতে আবেদন করেন যার মধ্যে রয়েছে পি আর টি সি, এস সি, ওবিসি, ম্যারেজ সার্টিফিকেট, আধার কার্ড ইত্যাদি। এই প্রশাসনিক শিবিরে বন দপ্তর, মৎস্য দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ আরো অন্যান্য দপ্তরের পক্ষ থেকে স্টল খোলা হয়েছে। এদিনের এই প্রশাসনিক শিবিরে সাধারণ মানুষ প্রশাসনিক সুবিধা গ্রহণ করতে ভিড় জমায়। এই প্রশাসনিক শিবিরে স্বাগত ভাষণ রাখতে গিয়ে এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব সুশাসন সম্পর্কিত বিষয়ে এবং বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত ভাবে আলোচনা করেন।

You may also like

Leave a Comment