Home » জি এস টি সম্পর্কিত একদিবসীয় ট্রেনিং অনুষ্টিত কৈলাসহরে

জি এস টি সম্পর্কিত একদিবসীয় ট্রেনিং অনুষ্টিত কৈলাসহরে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-আজ ২২শে জুন ত্রিপুরা সরকারের অর্থ দফতরের ট্যাক্সেস অর্গানাইজেশন এর উদ্যোগে কিভাবে জিএসটি এবং টিডিএস অর্থাৎ ট্যাক্স ডিডাকশন এট সোর্স কাটা বিভিন্ন সরকারি বিল এবং তা সরকারি কোষাগারে জমা হবে এ সমস্ত বিষয়ের উপর এক দিবস প্রশিক্ষণ কর্মসূচি করার ক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এছাড়া উপস্থিত ছিলেন চিফ কমিশনার অফ স্টেট টেক্স রাখি বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ড ন্ডাল অফিসার স্টেট জিএসটি অসীম বর্মন মঙ্গল দেববর্মা। সুপারেনটেনডেন্ট অফ স্টেট টেক্স দেবারতি গৌতম, সুপারেনটেনডেন্ট অফ স্টেট টেক্স আশীষ কুমার সরকার। মূলত সরকারি বিভিন্ন দপ্তরের ভিডিও এবং এইচ ও ডি যারা রয়েছেন তাদের জন্যই আজকের এই রিফ্রেসার ট্রেনিং এর আয়োজন করা হয়।এখানে উল্লেখ্য যে পণ্য ও পরিষেবা কর (জি এস টি) হল একটি ব্যাপক গন্তব্য ভিত্তিক বহুস্তরের কর।যা পণ্য ও সেবার উপর পরোক্ষভাবে ধার্য করা হয়।পণ্য ও পরিষেবা কর আইনটি ২৯ শে মার্চ ২০১৭ সালে ভারতীয় সংসদে পাস হয়েছিল এবং ১লা জুলাই ২০১৭ সালে ভারতে কার্যকর হয়েছিল। এটি একটি সমন্বিত কর ব্যবস্থা যা ভারতে অনেক পরোক্ষ কর প্রতিস্থাপন করেছে।প্রথম পর্বের অনুষ্ঠানের পর দ্বিতীয় পর্বে শীর্ষক বিষয়ের উপর আলোচনা করেন আমন্ত্রিত তিনজন রিসোর্স পার্সন।

You may also like

Leave a Comment