প্রতিনিধি, গন্ডাছড়া – টিএসআর ১২ নাম্বার ব্যাটেলিয়ানের হাতিমাথা সি কোম্পানি জওয়ানদের উদ্যোগে রবিবার সাফাই অভিযান করা হয়। এদিন দলপতি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ তার আশপাশ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট শ্যামল দেববর্মা। সাফাই অভিযান শেষে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট জানান অসুস্থ রোগীরা যাতে হাসপাতালে এসে সুষ্ঠ এবং সুন্দর পরিবেশে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন এই লক্ষ্যেই তাদের সাফাই কর্মসূচি এবং এই কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে। উল্লেখ্য ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট শ্যামল দেববর্মা গোটা গন্ডাছড়া মহকুমা এলাকা জুড়ে একের পর এক নানান সামাজিক কাজকর্ম করে যাচ্ছেন। টি এস আর জওয়ানরা কর্মব্যস্ততার মধ্যেও যেভাবে সামাজিক কাজ করে যাচ্ছেন তাহা সত্যি প্রশংসার। টি এস আরের সামাজিক কাজে খুশি এলাকার মানুষ।
117