কল্যাণপুর প্রতিনিধি__মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় আজ বৃহস্পতিবার কল্যাণপুর আর ডি ব্লকের মিলন আয়তনে কল্যাণপুর প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুর ব্লক এলাকার এডিসি ভিলেজে মোট ৫৮ জন উপজাতি পরিবারদের মধ্যে শূকরের ছানা বিতরণ করা হয়। যা সম্পূর্ণ বিনামূল্যে। একজনকে এই প্রকল্প দিয়ে উপকার করায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের খরচ হয়েছে ৭৫০০ টাকা। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সোমেন গোপ, বাইস চেয়ারপারসন রাজীব পাল, কল্যাণপুর ব্লক বিএস সি চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের এসিস্ট্যান্ট ডিরেক্টর ডাক্তার মৌসুমী দাস, কল্যাণপুর ভেটেনারি অফিসার ডাক্তার বিকাশ দেবনাথ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। উপজাতিরা এমন সহায়তা পেয়ে বেজায় খুশি। কল্যাণপুর ব্লক এলাকার আর এস পড়া এডিসি ভিলেজ, রোপরাই এডিসি ভিলেজ, প্রেমসিং এডিসি ভিলেজ এবং পূর্ব ঘিলাতলি এডিসি ভিলেজ এর মোট ৫৮ জন এই সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন। শুধু এই চারটি ডিসিবিলিজ নয় কল্যাণপুর ব্লকের সব কটি পঞ্চায়েত এবং এডিসি ভিলেজ এ এমন বিনামূল্যে শূকরের বাচ্চা প্রদান করা হয় যাতে করে পরিবার পরিজনরা মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় স্বনির্ভর হতে পারেন।এই স্কিম নিয়ে এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলেন কল্যাণপুর ব্লকের চেয়ারপারসন সোমেন গোপ। অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের হাতে শূকরের বাচ্চা তুলে দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় কল্যাণপুর ব্লকের ৫৮ জন উপজাতি পরিবার পেলেন সহায়তা
by admin
written by admin
119