শান্তির বাজার প্রতিনিধি : মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এক প্রতিনিধি দল নিয়ে শান্তির বাজার মহকুমার কালা লাওগাংয়ে ব্রু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন অজ। মিজোরাম থেকে বিতাড়িত হয়ে আসা ব্রু পরিবারগুলোর সঙ্গে তিনি মতবিনিময় করেন।মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলার জেলাশাসক মুহাম্মদ সাজাদ পি., আই.এ.এস, এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ব্রু পরিবারগুলোর সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, সরকারি সাহায্য, এবং তাদের অভাব-অভিযোগ নিয়ে আলোচনা করেন মন্ত্রী ও প্রতিনিধি দল।মন্ত্রী জেলাশাসককে নির্দেশ দেন, যেকোনো সমস্যা হলে দ্রুত তাদের সমস্যা নিরসনে ব্যবস্থা নিতে। মন্ত্রী বলেন, “বিজেপি-আইপিএফটি জোট সরকার ব্রু রিয়াং জনজাতিদের প্রতি আন্তরিক। বিগত সরকার তাদের জন্য কিছুই করেনি, শুধু জনজাতির দরদী বলে মাঠ ঘাট কাঁপাতেন। এই সরকার ক্ষমতায় আসার পর তারা পেয়েছেন তাদের অধিকার। আমরা প্রতিনিয়ত চাইছি তাদের উন্নয়ন এবং অগ্রগতি।”ব্রু পুনর্বাসন কেন্দ্রের পরিবারগুলো মন্ত্রী, বিধায়ক এবং জেলাশাসককে হাতের কাছে পেয়ে তাদের সমস্যা অভাব অভিযোগেরকথা তুলে ধরেন।
ব্রু-পুনর্বাসন কেন্দ্রে মতবিনিময় “ব্রু রিয়াং জনজাতিদের উন্নয়নে আন্তরিক সরকার: মন্ত্রী”
25