প্রতিনিধি, উদয়পুর :-বিগত ২৫ বছরের রাম শাসনে রাজ্যের উন্নয়ন নিয়ে ঢাকঢোল পিটিয়ে কখনো বিধানসভা নির্বাচন আবার কখনো লোকসভা নির্বাচনের বৈতরণী পাড় হয়েছিল বামেরা । কিন্তু উন্নয়ন যেন রাস্তায় হারিয়েছিল সেই সময় তা বর্তমানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাস্তার বেহাল অবস্থা চিত্র। বর্তমান সরকারের বিধায়ক অভিষেক দেবরায় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে জয় লাভ করার পর এই বিধানসভার বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে জনগণের সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। এবার নিজ বিধানসভার গর্জি শুকনাছড়া এলাকার জনগণের দীর্ঘদিনের একটি দাবি ছিল এই এলাকার জনগণের চলাফেরার কাঁচা রাস্তাটি সংস্কার করে পাকা রাস্তায় রূপান্তরিত করার জন্য । জনগণের দাবি মেনে দপ্তরের আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সংশ্লিষ্ট রাস্তাটি সরজমিনে পরিদর্শন করেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের শাসকদলের বিধায়ক অভিষেক দেবরায়। ঘুরে দেখেন এলাকার কাঁচা রাস্তাটি । দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে বিধায়ক আশ্বস্ত করেন আগামী দিনে এই রাস্তা খুব সহসায় এক উন্নয়নের নতুন চিত্র হয়ে উঠবে বলে তিনি গ্রামবাসীদের কে আশ্বস্ত করেছেন। যেভাবে রাজ্য সরকার চাইছে গোটা রাজ্যকে সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য কিন্তু বিরোধী রাজনৈতিক দল প্রায়ই সেই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র নিয়ে মানুষকে ভুল বুঝে চলছে বলে অভিমত ব্যক্ত করেন বিধায়ক অভিষেক দেবরায় ।
145
next post