Home » ডাক্তারের পরিবারে উদার মানসিকতায় উপকৃত হবে রোগীরা।

ডাক্তারের পরিবারে উদার মানসিকতায় উপকৃত হবে রোগীরা।

by admin

উদয়পুর প্রতিনিধি : ডাক্তারের পরিবারে উদার মানসিকতায় উপকৃত হবে রোগীরা। এই ধরনের ঘটনার সাক্ষী হয়েছে গোমতী জেলা টেপানিয়া হাসপাতাল । শনিবার দুপুর দুইটায় টেপানীয়া জেলা হাসপাতালে ডাক্তার বিশ্বজিৎ পাল সহ এবং অন্যান্য ডাক্তারদের সহযোগিতায় ডাক্তার এস এম দাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয় টেপানিয়া জেলা হাসপাতালে ‌ । মৃত্যুবার্ষিকীতে ডক্টর এস এম দাসের ছেলে ডাক্তার কনক দাস ও তার পরিবার ডক্টর এস এম দাসের করা বিভিন্ন অপারেশনের যন্ত্রপাতি আজকের এই মৃত্যুবার্ষিকীতে টেপানিয়া জেলা হাসপাতালে এম এস এর হাতে তুলে দেন । ছোট্ট পরিসরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন , পূর্ব পাকিস্তানে জন্ম হয়েছিল ডাক্তার এস এম দাসের ‌ । পরবর্তী সময় শিলচরে চলে আসে পরিবার। দেশ ভাগ হওয়ার পর লেখাপড়ায় কোন ধরনের বাধাপ্রাপ্ত হয়নি উনার। পরে আসাম মেডিকেল কলেজে এমবিবিএস নিয়ে পড়াশুনা করেন। তারপর চাকুরীতে যোগদান করে। তিনি প্রথম ত্রিপুরার কুলাই হাসপাতালে চাকুরীর কর্মকান্ড হয়ে ওঠে। পরবর্তী সময় সালেমা , কমলপুর সহ আরো একাধিক হাসপাতালে তিনি চাকরি করেন। এছাড়া তিনি পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজেও পড়াশুনা করেছেন বলে জানান বিধায়ক অভিষেক দেবরায়। তার কর্মজীবনে রয়েছে বহু অপারেশন। বহু রোগীকে তিনি সুস্থ করে তুলেছেন। আজকের মৃত্যুবার্ষিকীতে আরও একটি কর্মস্থলে যন্ত্রপাতি দিয়ে তার পরিবার উদার মানসিকতার পরিচয় দিয়েছেন বলে দাবি করেন সকল অতিথিরা। এদিনের অনুষ্ঠানে এই ছাড়া ছিলেন, বিধায়ক জিতেন্দ্র মজুমদার , জিলা সভাধিপতি দেবল দেবরায়, পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার সহ টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্ণা রানী দাস ও ভাইস চেয়ারম্যান সহ টেপানিয়া জেলা হাসপাতালের বিভিন্ন ডাক্তাররা।

You may also like

Leave a Comment