সড়ক সপ্তাহ উপলক্ষে এবং ট্রাফিক আইন কঠোরভাবে লাগু করতে বিভিন্ন যানবাহনের উপর বিধি নিষেধ আরোপ খোয়াই জেলা পুলিশ প্রশাসনের। প্রশাসনিক জারি করা বিধিনিষেধের মধ্যে রয়েছে বৈধ কাগজপত্র ছাড়া রাস্তায় যানবাহন চালানো যাবেনা। দ্বিচক্র যান চালককে অবশ্যই হেলমেট পরিধান করতে হবে এবং দুইয়ের অধিক লোক বাইক কিংবা স্কুটিতে চড়তে পারবেনা। বাইক ও স্কুটির যাবতীয় কাগজপত্র সাথে রাখতে হবে। 18 বছরের নিচে কোন ব্যক্তি যানবাহন চালাতে পারবে না।অটো রিক্সা এবং টমটমে অধিক যাত্রী বহন করা যাবে না। এছাড়া যত্রতত্র যাত্রী ওঠানো নামানো করা যাবে না। একমাত্র নির্দিষ্ট স্থানেই অটো রিক্সা এবং টমটম পার্কিং করা যাবে। অন্যথা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা এবং যানবাহন বাজেয়াপ্ত করতে প্রশাসন বাধ্য থাকিবে। উল্লেখ্য খোয়াই জেলায় ট্রাফিক আইন কঠোরভাবে লাগু থাকলে ও একাংশ যানবাহন চালক প্রতিনিয়ত ট্রাফিক বিধি অমান্য করে চলছে। যেখানে অতিরিক্ত যাত্রী বহন না করার ক্ষেত্রে উচ্চ আদালতে নির্দেশ রয়েছে তাকেও আমল দিতে রাজি নয় তারা। যদিও পুলিশ এবং ট্রাফিক দপ্তর এই সমস্ত যানবাহন চালকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
ট্রাফিক আইন কঠোরভাবে লাগু করতে যানবাহনের উপর বিধি নিষেধ আরোপ খোয়াই জেলা পুলিশ প্রশাসনের।
by admin
written by admin
73
previous post