ধর্মনগর প্রতিনিধি। মঙ্গলবার আনুমানিক সাড়ে দশটা নাগাদ বাগ বাসা পুলিশ স্টেশনের ঠিক পাশেই স্কুটি দুর্ঘটনার কবলে টি এসআর জোয়ান বৃক্ষরাম রিয়াঙ, বয়স ৪২ বছর। ঘটনার বিবরণে জানা যায় রিজার্ভে থাকা ১৩ নং ব্যাটালিয়নের জোয়ান বৃক্ষ রাম রিয়াঙ বর্তমানে ধর্মনগর রিজার্ভে দায়িত্বরত। সে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ বাগবাসা পুলিশ স্টেশনের অনেকটা কাছে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। সাথে সাথে তাকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে অগ্নির্বাপক বাহিনী নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা জানায় যে তার মাথায় এবং কপালে চোটের নিশান রয়েছে। প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় নতুন স্কুটি নিয়ে সে চালাচ্ছিল। এমনকি স্কুটির নাম্বার পর্যন্ত এখনও পড়েনি যাকে নিয়ে সে দুর্ঘটনার কবলে পড়ে। প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে এলাকাবাসীর মতামত। এস এন মোটর্র থেকে নেওয়া। তার পিতার নাম রামমোহন বিয়াঙ এবং বাড়ি দাম ছড়ার কাছারি ছড়াতে। বর্তমানে আশঙ্কা জনক এবং স্থিতিশীল অবস্থায় রয়েছে বৃক্ষরাম রিয়াঙ।
84