Home » জেলা শাসক চাঁদনী চন্দ্রন এর পুরোহিত্যে অনুষ্ঠিত হয় নির্বাচন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক ।

জেলা শাসক চাঁদনী চন্দ্রন এর পুরোহিত্যে অনুষ্ঠিত হয় নির্বাচন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক ।

by admin

আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনকে মডেল নির্বাচন হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে বিভিন্ন ধরনের প্রয়াস গ্রহণ করেছেন খোয়াই জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক চাঁদনী চন্দ্রন। রবিবার খোয়াই নতুন টাউন হলে জেলা শাসক চাঁদনী চন্দ্রন এর পুরোহিত্যে অনুষ্ঠিত হয় নির্বাচন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক । উক্ত বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব, তেলিয়ামুরা এবং খোয়াই মহকুমার মহকুমা শাসক, এস ডি পি ও বিভিন্ন থানার ওসি, নির্বাচনী কাজে নিযুক্ত বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ আরক্ষা বাহিনীর কর্মীগণ । এদিন বৈঠকে আলোচনা করতে গিয়ে জেলাশাসক চাঁদনী চন্দ্রন বলেন প্রতিটি নির্বাচন জনগণের মধ্যে একটি ভিন্ন মাত্রা নিয়ে আসে। তাই প্রতিটি নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভোট দাতারা ভোট দানের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তা সুনিশ্চিত করাই হচ্ছে আমাদের দায়িত্ব। এর জন্য নির্বাচনী কাজে নিযুক্ত প্রত্যেক ভোট কর্মীকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে ভোটগ্রহণ কাজে নিযুক্ত কর্মীদের গুরু দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি নিরাপত্তার কাজে নিয়োজিত কর্মীদেরকেও সর্বদা সক্রিয় থাকতে হবে। জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব আলোচনায় অংশগ্রহণ করে বলেন পুলিশ এবং আরক্ষা বাহিনীকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে যানবাহন তল্লাশির উপর জুড় দেন তিনি। তিনি বলেন যানবাহন তল্লাশিতে যত বেশি জোর দেওয়া হবে ততই সাফল্য আসবে। এছাড়া ভোটগ্রহণের দিন পুলিশকে আরো বেশি সক্রিয় হবার পরামর্শ দেন তিনি । রাস্তায় পেট্রোলিং, স্পর্শ কাতর ভোটকেন্দ্র গুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ত্বারুপ করা হয়।

You may also like

Leave a Comment