Home » কৈলাসহর মার্চেন্ট এসোর উদ্যোগে ৪০ প্রহর হরিনাম সংকীর্তন

কৈলাসহর মার্চেন্ট এসোর উদ্যোগে ৪০ প্রহর হরিনাম সংকীর্তন

by admin

প্রতিনিধি কৈলাসহর:-প্রতিবছরের মতো এবারও কৈলাসহর মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয়েছে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাজজ্ঞ। শ্রীচৈতন্য মহাপ্রভুর আকড়ায় আয়োজিত ৪০ প্রহর হরিনাম সংকীর্তন এর এবছর সুবর্ণজয়ন্তী বর্ষে পা দিয়েছে। এই ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে পাঁচ দিন ব্যাপী হরিনাম সংকীর্তন এর আয়োজন করা হয়।২৪ শে মার্চ মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে অধিবাস কীর্তনের সূচনা হবে রাত্রি আটটায়।সেদিন বিকেল চারটা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের রাজপথ পরিক্রমা করবে।এ নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করেন আয়োজক কমিটির সদস্যরা।সেখানে উপস্থিত ছিলেন কৈলাসহর মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক অসীম পাল,কোষাধ্যক্ষ বাবুল বিশ্বাস,মহাপ্রভুর আখড়ার সম্পাদক প্রদীপ পাল চৌধুরী, কমিটির সভাপতি সুকুমার রায় এবং সহ-সভাপতি বাসু দেবনাথ ও কৈলাসহর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য উত্তম দে। সাংবাদিক সম্মেলনে জানানো হয় স্বর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন কীর্তনীয়া দল অংশগ্রহণ করবেন।যেখানে অধিবাস করবে ধর্মনগরের রাধাগোবিন্দ সম্প্রদায়, কলকাতা থেকে শিবানী সম্প্রদায়,আগরতলা থেকে দয়াল ঠাকুর সম্প্রদায়, বাংলাদেশ থেকে অষ্টসখী সম্প্রদায় এবং কলকাতা থেকে মহানাম সম্প্রদায় ও কৈলাসহরের নিত্যানন্দ সম্প্রদায়।২৯শে মার্চ হবে মহা প্রসাদ বিতরণ।

You may also like

Leave a Comment