Home » অভিচরনে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন মন্ত্রী

অভিচরনে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন মন্ত্রী

by admin

প্রতিনিধি মোহনপুর:-অভিচরন বাজারে নির্মীয়মান সুপার মার্কেটের কাজ পরিদর্শন করলেন মন্ত্রী রতন লাল নাথ। বৃহস্পতিবার মন্ত্রী পরিদর্শন কর্মসূচির পাশাপাশি স্থানীয় জনগণ এবং আধিকারিকদের সাথেও মতবিনিময় করেছেন নির্মাণ কাজকে কেন্দ্র করে।
লেফুঙ্গা আরডি ব্লকের অন্তর্গত অভিচরন বাজারে এলাকার উপজাতি মানুষরা ব্যবসা-বাণিজ্যের জন্য সরাসরি নির্ভর। এই বাজারটিতে দীর্ঘদিন যাবত নতুনভাবে পরিকল্পিত কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। সম্প্রতি একটি নতুন আধুনিক সুপার মার্কেটের নির্মাণের কাজ শুরু হয়েছে। এই কাজ সঠিক সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে সমাপ্ত করার লক্ষ্যে পরিদর্শন করলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ। এদিন স্থানীয়রা উপস্থিত থেকে এই কাজ সম্পর্কে কথা বলেছেন মন্ত্রী সাথে। মন্ত্রীর পাশাপাশি লেফুঙ্গা ব্লক বিএসি চেয়ারম্যান রণবীর দেববর্মা, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই পরিদর্শন কর্মসূচিতে।

You may also like

Leave a Comment