পূর্ব লক্ষ্মীছড়া স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রে বিদ্যুৎ পরিষেবা না থাকায় এমার্জেন্সি পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ !
জনজাতি প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য দপ্তরের ঘা হেলা মনোভাবে জরুরি পরিষেবা দিতে ব্যর্থ একটি স্বাস্থ্য কেন্দ্রে, যাহা অবস্থিত শান্তিরবাজার মহকুমার পূর্ব লক্ষ্মীচড়া এডিসি ভিলেজে তুরমা এলাকায়, এই এলাকাতে ২৭০০ এরও বেশি পরিবারের বসবাস, নিয়ম মেনে বাইখড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনস্থ উপস্বাস্থ্য কেন্দ্রের পাকা বাড়ি বিগত তিন থেকে সাড়ে তিন বছর পূর্বে গড়ে তোলা হয়, নতুন পাকা বাড়িটি উদ্বোধনের সময় বৈদ্যুতিক পাখা থেকে শুরু করে বিদ্যুৎ পরিষেবার যাবতীয় সরমজান লাগানো হলেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি এই স্বাস্থ্য কেন্দ্রটিতে, স্বাস্থ্য কেন্দ্রীতে সাজিয়ে রাখা হয়েছে বিদ্যুৎ ব্যবহৃত ফ্রিজ, এই কেমন রসিকতা সাধারণ মানুষের সঙ্গে, যেইখানে স্বাস্থ্য মন্ত্রী প্রতিনিয়ত বলে থাকেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বরাবরই ঊর্ধ্বমুখী অথচ প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য কেন্দ্র গুলির কি হাল তা জনসন্মুখে তুলে ধরলাম আমরা, স্বাস্থ্য কেন্দ্রটির দায়িত্বে থাকা ম্যাডাম জানিয়েছেন মাথার উপরে পাখা থাকলেও পাখার বাতাস ভাগ্যে জুটছে না , তিনি একাধিকবার উদ্ধতন মহলে বিদ্যুৎ সংযোগ ও জলের সমস্যা দূরীকরণের জন্য জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। তুরমা এলাকার জনজাতি গিরি বাসিদের মনে একটি প্রশ্নের ঘুরপাক খাচ্ছে সরকারি দপ্তরের এই হাল হলে সাধারণ গিরি বাসিদের কি হবে। কবে ফিরবে সঠিক স্বাস্থ্য পরিষেবা প্রশ্ন সাধারণ মানুষের।
পূর্ব লক্ষ্মীছড়া স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রে বিদ্যুৎ পরিষেবা না থাকায় এমার্জেন্সি পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ !
124