
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর ৭৫ তম রাস্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে তেলিয়ামুড়া নগর ইউনিটের উদ্যোগে কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বৃহস্পতিবার বেলা বারোটায় চিত্রাংগদা কলাকেন্দ্র তথা তেলিয়ামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় সম্বর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা রাজ্য সম্পাদক সঞ্জিত সাহা,তেলিয়ামুরা মহুকুমা পুলিশ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কার্যনির্বাহী সদস্য পিনাক রঞ্জন দাস,অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ খোয়াই জেলা সংযোজক দিপ্তনু শুক্লদাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। ,
মূল অনুষ্ঠান শুরুর আগে ৭৫ তম রাস্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে তেলিয়ামুড়া শহরে এক শোভাযাত্রা সংঘটিত হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তেলিয়ামুড়া নগর ইউনিটের উদ্যোগে। এই শোভাযাত্রায় তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় এবং তেলিয়ামুড়া শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করে।
উক্ত কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ২০২৩ ইংরেজি সনের মাধ্যমিক এবং দ্বাদশ পরিক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করাহয়।