Home » গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে সাত দিনব্যাপী স্পেশাল ক্যাম্পের বৃহস্পতিবার ছিল তৃতীয় দিন

গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে সাত দিনব্যাপী স্পেশাল ক্যাম্পের বৃহস্পতিবার ছিল তৃতীয় দিন

by admin

গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে সাত দিনব্যাপী স্পেশাল ক্যাম্পের বৃহস্পতিবার ছিল তৃতীয় দিন। এদিন মহাবিদ্যালয়ের ১ নং হলে নশা মুক্তি অভিযান’-এর উপর একটি সেমিনারের আয়োজন করা হয়। যেখানে শিক্ষকদের দ্বারা একটি বিশেষ বক্তৃতা সিরিজ দেওয়া হয়েছিল। ইতিহাসের অধ্যাপক ড. মুকেশ চৌধুরী ও শারীরিক শিক্ষা বিভাগের অধ্যাপক ড. বেকন দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. শ্রীমান্ত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার শৈবাল দেববর্মা সহ মহাবিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা এবং এনএসএস স্বেচ্ছাসেবকরা। প্রত্যেকেই তাদের আলোচনায় শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সত্ত্বার পথে চলার এবং মাদকের দ্বারা তাদের জীবন ধ্বংস না হওয়ার আহ্বান জানান।

You may also like

Leave a Comment