Home » জেলা ভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস পালিত কৈলাসহরে

জেলা ভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস পালিত কৈলাসহরে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-জেলা প্রশাসনের উদ্যোগে আজ ২১শে জুন নবম তম আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় জেলা সদর কৈলাসহরে।এছাড়া উক্ত অনুষ্ঠানে সক্রিয়ভাবে যুক্ত ছিল মহাকুমা প্রশাসন, কৈলাসহর পুর পরিষদ এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তর। ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হওয়া জেলাভিত্তিক এই আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে সূচনা করেন সহকারি সভাধিপতি শ্যামল দাস। ঊনকোটি কলাক্ষেত্র থেকে রেলি শুরু হয়ে কালিদিঘিরপাড় হয়ে পুনরায় কলাক্ষেত্রে এসে সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে বি ফিট এন্ড ফিট আদার্স,স্কাউট গাইড, আশরাফ যোগা সেন্টার ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে। এখানে উল্লেখ্য,বি ফিট এন্ড ফিট আদার্স সামাজিক সংস্থা বিগত তিন বছর ধরে নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রতিনিয়ত শরীর চর্চা এবং যোগাভ্যাস চালিয়ে যেতে সক্ষম রয়েছে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলার রানী দেব রায়,ভাইস চেয়ারপারসন নীতিশ দে, মহকুমা শাসক প্রদীপ সরকার,মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে,স্পোর্টস অফিসার অর্জুন দেবনাথ,সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট কমলেশ ধর এবং সমাজসেবী সিদ্ধার্থ দত্ত। অতিথিরা তাদের বক্তব্যে জানায়,যোগা হচ্ছে ভারতের প্রাচীন ঐতিহ্য এবং সুপ্রাচীনকাল থেকেই যোগার অভ্যাস ভারতবর্ষের বুকে পরিলক্ষিত হয়েছে।সেই ঐতিহ্যের এবং পরম্পরার কথা বিবেচনা করেই ভারতীয় এই বিশেষ যোগা সম্পদকে আন্তর্জাতিক স্তরে সম্প্রসারিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ আহবানে সাড়া দিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২১শে জুন ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক যোগা দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়।যা আমাদের ভারতীয়দের জন্য সত্যিই খুবই গর্বের।

You may also like

Leave a Comment