Home » রক্তে বাঁচবে মানুষের প্রাণ , রক্তদানে আহ্বান প্রণজিৎ এর ।

রক্তে বাঁচবে মানুষের প্রাণ , রক্তদানে আহ্বান প্রণজিৎ এর ।

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

গোটা রাজ্য জুড়ে চলছে বর্তমানে রক্তের সংকট । এই রক্তের সংকট মেটানোর জন্য রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদনের সারা দিয়ে এবার ভারতীয় জনতা পার্টি গোটা রাজ্য জুড়ে রক্তদানের উপর জোর দিয়েছে । মঙ্গলবার সকাল দশটায় গোমতী জেলা যুব মোর্চার উদ্যোগে উদয়পুর ব্রম্মাবাড়ী জেলা দলীয় অফিসে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা , জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক সানি সাহা সহ প্রমূখ । এদিন রক্তদান শিবিরে ভাষণ রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন , রক্ত কল কারখানায় তৈরি হয় না । রক্ত মানুষের দেহে তৈরি হয় । রক্তদান করা একটি মহৎ দান । মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে রক্তদানের মধ্য দিয়ে জীবন ফিরিয়ে দিতে দেখা যায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন হাসপাতাল গুলিতে । কিন্তু গত দুই মাস ধরে নির্বাচনী সংক্রান্ত বিভিন্ন বিষয় থাকার কারণে রক্তদানে সেই ভাবে মানুষ এগিয়ে আসতে পারেনি । তাই রক্তের সংকট দেখা দিয়েছে । এদিকে বিধায়ক অভিষেক দেবরায় বলেন , আগামী দুই মাস গোটা জেলায় ৩০০ এর উপরে রক্তদান শিবির করা হবে । এই রক্তদান শিবির গুলিতে যেন বেশি করে মানুষ রক্ত দিতে আসে সেদিকে জেলা যুব মোর্চার কর্মীদেরকে রাত-দিন কাজ করতে হবে । রক্তদানে এই জেলাকে রাজ্যের সবথেকে সেরা জেলা হিসেবে যেন রাজ্যের মানুষ বলতে পারে সেদিকে পরিশ্রম করতে হবে দলীয় কর্মীদের । এইদিন উদয়পুর জেলা বিজেপি দলীয় অফিসে মোট ১০৩ জন রক্তদাতা রক্তদানের অংশগ্রহণ করে । এরমধ্যে আটজন মহিলা রক্তদানে এগিয়ে আসে । রক্তদান শিবির কে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ।

You may also like

Leave a Comment