118
সোমবার রাত দশটা নাগাদ উদয়পুর রাজষি হল সংলগ্ন জাতীয় সড়কে চলন্ত এক স্কুটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে । ঘটনার বিবরণে জানা যায় , এদিন রাতে এক স্কুটি চালক ব্রম্মাবাড়ী দিকে যাচ্ছিলো । তখন পেছনদিক থেকে একটি বোলেরু গাড়ি স্কুটি দিকে ধাক্কা দেয় । সাথে সাথে স্কুটিটি দুর্ঘটনার কবলে পরে । কিন্তু ঘটনার সাথে সাথেই বোলেরু গাড়িটি চম্পট দেয় । পরবর্তী সময়ে স্কুটি চালক দুর্ঘটনাগ্রস্ত স্কুটি টিকে দীর্ঘ অনেকটা পথ নেওয়ার সময় হঠাৎ করে আগুন ধরে যায় স্কুটিতে । অগ্নিকাণ্ডের লেলিহান শিখা এতটাই বেশি ছিল জাতীয় সড়কে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল । পরবর্তী সময় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে দুটি বড় ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনায় জাতীয় সড়ক সংলগ্ন আশপাশের বাড়ি ঘরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় ।