Home » কৃষি জমিতে নেমে জনজাতি কৃষকের ধান কাটলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ

কৃষি জমিতে নেমে জনজাতি কৃষকের ধান কাটলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ

by admin

ফসলের গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বগাবাসা পঞ্চায়েতের এক জনজাতি কৃষকের কৃষি জমি পরিদর্শন করেন এবং ধান কেটে কৃষকের অনেকটাই আয় করে দিয়েছেন মন্ত্রী । এদিন মন্ত্রী সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন , এই বছর গোটা রাজ্যে ধানের ফলন ভালো হয়েছে । উৎপাদনও বেড়েছে অনেকটাই বেশি । ফসল ভালো হওয়ার কারণে কৃষকরা যথেষ্ট খুশি । মন্ত্রী বলেন কৃষিকে আরো উন্নত করার জন্য দেশের প্রধানমন্ত্রী জোর দিয়েছে । শুধু তাই নয়, করোনা ভাইরাস চলাকালীন সময়ে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছিল তারপরেও রাজ্য সরকার কৃষকদেরকে কৃষি কাজে সহায়তা করার জন্য বিভিন্ন কৃষিসামগ্রী থেকে শুরু করে বীজ ও সার প্রদান করে গিয়েছে যথা সময়ে । আজকের দিনে দাঁড়িয়ে বগাবাসা এলাকায় কৃষি জমিতে ভালো ধান হওয়ার কারণে এই বছর ফলন অনেকটাই বেশি এবং কৃষকরা তাদের লাভের মুখ দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন কিছু জমি পরিদর্শনকালে উদয়পুর কৃষি দপ্তরের জেলার আধিকারিকরা মন্ত্রীর সফরের সাথে উপস্থিত ছিলেন। রাজ্যের কৃষি মন্ত্রী নিজ হাতে ধান কেটে দেওয়ার ফলে খুবই খুশি কৃষক মহল ।

You may also like

Leave a Comment