
সোমবার তেলিয়ামুড়া শিববাড়ি স্থিত মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনে এক ঘন্টার বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নারী নেত্রী গায়েত্রী দত্ত, তেলিয়ামুড়ার প্রাক্তন বিধায়িকা গৌরী দাস সহ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তেলিয়ামুড়া মহকুমা কমিটির নারী নেত্রীরা।
মূলত রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ , শ্লীলতাহানির মতো ঘটনা প্রায় প্রত্যেকদিন ঘটেই চলেছে। এই ঘটনা গুলোর সঠিক বিচারের আশায়, রাজ্যের বুকে এধরনের ঘটনা বন্ধের দাবিতে এদিন সোচ্চার হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।
এ প্রসঙ্গে বলতে গিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নারী নেত্রী গায়েত্রী দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,, পৌনে পাঁচ বছরের বিজেপি আই.পি.এফ.টি জোট সরকারের আমলে সুশাসনের নামে অপশাসনের সময়কালে বত্রিশ মাসের শিশু কন্যা থেকে শুরু করে পাঁচ বছরের নাবালিকা সেই সাথে বৃদ্ধা বয়স্ক মায়েরা গণধর্ষণের শিকার হচ্ছেন। ধর্ষণের পর খুন হচ্ছে এইসব ঘটনা বন্ধের দাবিতে এবং মহিলাদের সুরক্ষার দাবিতে মূলত সোমবার তাদের এই বিক্ষোভ কর্মসূচি।