Home » কৃষি মন্ত্রীর হাত ধরে মহারানী প্রাথমিক গ্রামীণ বাজার উদ্বোধন হলো ।

কৃষি মন্ত্রীর হাত ধরে মহারানী প্রাথমিক গ্রামীণ বাজার উদ্বোধন হলো ।

by admin

উদয়পুর প্রতিনিধি : শুক্রবার দুপুর তিনটায় রাজ্যের কৃষি মন্ত্রীর হাত ধরে মহারানী প্রাথমিক গ্রামীণ বাজার উদ্বোধন হলো । এদিন মন্ত্রী ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্জ্বলন করে নতুন দালান বাড়ির শুভ উদ্বোধন করেন । এদের মন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়, জীতেন্দ্র মজুমদার, জিলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন ও কৃষি দপ্তরের আধিকারিক এবং স্থানীয় নেতৃত্ব সহ প্রমুখ । মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ভাষণ রাখতে গিয়ে বলেন, মহারানী প্রাথমিক বাজারটি নির্মাণ করতে খরচ হয়েছে দুই কোটি ২৮ লক্ষ টাকা । এর ফলে গ্রামীণ বাজারের একদিকে যেমন সৌন্দর্য বেড়েছে অন্যদিকে ঝড়-বৃষ্টি থেকে ব্যবসায়ীরা আরো নিরাপদ জায়গায় বসে তার ব্যবসা করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন । প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী সকালে চাইছে গ্রাম শক্তিশালী হয়ে উঠলে এই রাজ্য এবং দেশ আরো শক্তিশালী হবে । তাই সরকার প্রতিটা সময় তার কাজ করে চলেছে সকলকে পাশে নিয়ে। আগামী দিনে এই মহারানী এলাকাকে আরো উন্নত করা হবে বলে তিনি বক্তব্যে তুলে ধরেন । পরে কৃষিমন্ত্রী ফিতা কেটে ঘুরে দেখেন প্রাথমিক বাজারের বিভিন্ন দোকান ঘরগুলি । এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মহারানী এলাকার গ্রামীণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় ।

You may also like

Leave a Comment