Home » তেলিয়ামুড়ার কৃতিদের সংবর্ধনা দিল পৌর পরিষদ ও পঞ্চায়েত সমিতি।

তেলিয়ামুড়ার কৃতিদের সংবর্ধনা দিল পৌর পরিষদ ও পঞ্চায়েত সমিতি।

by admin

 প্রতিনিধি তেলিয়ামুড়া।২১শে জুন।উচ্চ শিক্ষিতদের ঘরেই শুধু কৃতীরা জন্মায় না। সাধারণ গরিব শ্রমিকের ঘরেও যে কৃতি ছাত্র-ছাত্রী থাকতে পারে, দেখলো তেলিয়ামুড়া টাউন হল চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে উপস্থিত সকলে। তেলিয়ামুড়া পৌর পরিষদ এবং তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজ তেলিয়ামুড়া বিধানসভা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। মাধ্যমিকে এবং উচ্চমাধ্যমিকে তেলিয়ামুড়ার তুইচিনদ্রাই বাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে দুইজন এবং আনন্দমার্গ উচ্চ বিদ্যালয় থেকে দুইজন ত্রিপুরা বোর্ডে দশ জনের মধ্যে স্থান করে নেয়। আজ সংবর্ধনার প্রথমেই চারজন কে সম্মানিত করা হয়। চারজনই অত্যন্ত থেকে এসেছে। স্বভাবতই খুশি ব্যক্ত করতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন তোমাদের কৃতিত্বে আমরা গর্বিত, তোমরা আমাদের অহংকার, তোমরা আমাদের গর্ব। তোমরা এ বছর যেভাবে সফলতার নজির স্থাপন করেছ, তার ধারা আগামী দিনেও অব্যাহত থাকুক এটা একান্তভাবে প্রত্যাশা করছি। তোমাদের সফলতার পেছনে বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা; শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সার্বিকভাবে পরিবেশ পরিস্থিতির ভূমিকা থাকলেও আমি বিশ্বাস করি তোমাদের এই সফলতার পেছনে তোমাদের মা বাবার অবদান অনস্বীকার্য। আগামী দিনে তোমরা মানুষের মতো মানুষ হয়ে সমাজ’কে বিকশিত করবে মা-বাবার স্বপ্নকে পূর্ণ করবে এবং নিজ নিজ আঙ্গিকে সুপ্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা আমি করছি। তেলিয়ামুড়া টাউন হল চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে জমকালো এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন যমুনা দাস রায়, মোটিভেশনাল স্পিকার লিটন ভৌমিক প্রমুখ।
এদিনের এই আয়োজন থেকে উদ্যোক্তাদের তরফ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে স্মারক উপহার তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়। এছাড়াও ছাত্র-ছাত্রীদের আগামী দিনের জন্য উৎসাহিত করার জন্য মানসিকভাবে আরো যাতে তারা বলিষ্ঠ হতে পারে সে জন্য সম্মানিত অতিথি লিটন ভৌমিক দারুন ভাবে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেন।

You may also like

Leave a Comment