Home » দীর্ঘ দেড় মাস যাবত শান্তিরবাজার জেলা হাসপাতালে বন্ধ হয়ে রয়েছে এক্সরে পরিষেবা।

দীর্ঘ দেড় মাস যাবত শান্তিরবাজার জেলা হাসপাতালে বন্ধ হয়ে রয়েছে এক্সরে পরিষেবা।

by admin

 শান্তির বাজার প্রতিনিধ : উল্লেখ্য বেশ কিছুদিন যাবত শান্তির বাজারে আসা বিভিন্ন মহকুমার সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা নিতে এলেও পারছে না এক্সরে পরিষেবা, দক্ষিণ জেলার একমাত্র প্রধান হাসপাতাল হিসেবে চিহ্নিত শান্তির বাজার জেলা হাসপাতাল, বিভিন্ন হাসপাতাল থেকে দুর্ঘটনায় আহতরা ছুটে আসেন শান্তির বাজার ট্রোমা সেন্টারে, তবে এক্সের দায়িত্বে থাকা রেডিওগ্রাফার জানান এক্সপ্লেট না থাকলেও উনার সাধ্য মতন রোগীদের এক্সরে করে কম্পিউটার স্ক্রিন থেকে এন্ড্রয়েড মোবাইলে ছবি তুলে রোগীদের চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন, তাও কি সম্ভব ডাক্তারের ভাষায় এক্সরে প্লেটে যেভাবে হাড় ভাঙ্গার চিত্র দেখা যায় মোবাইল ফোনে ছবি তুললে তা ঠিক ভাবে বোঝা যায় না এমনকি ডাক্তাররা ছবির ভিত্তিতে ঠিক মতন ওষুধ দিতে পারছেন না যার ফলে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ, এই হাসপাতালে প্রতিনিয়ত একাধিক সমস্যার কারণে সংবাদ শিরোনামে বারবার উঠে আছে এই জেলা হাসপাতালের নাম, বর্তমানে এই জেলা হাসপাতালে মেডিকেল সুপারের দায়িত্ব পালন করছেন ডক্টর জেএস রিয়াং, যদিও তিনি বারবার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিও কাজের কাজ কিছুই হচ্ছে না, এ হাসপাতালে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠে আসলেও সি এম ও বাবুর দেখা মেলে না, ধারণা করা যাচ্ছে সি এম ও এর সৎ ইচ্ছা থাকলে হয়তোবা চিকিৎসা পরিষেবা সঠিকভাবে পেতো দক্ষিণ জেলা বাসি, এই এক্সরে পরিষেবা নিয়ে রেডিওগ্রাফার রাজু দাশ কি বলছেন শুনবো।

You may also like

Leave a Comment