Home » আগুনের হাত থেকে রক্ষা পায় উদয়পুরের ছনবন

আগুনের হাত থেকে রক্ষা পায় উদয়পুরের ছনবন

by admin

প্রতিনিধি, উদয়পুর :-শনিবার দুপুরে উদয়পুর ছনবন ভলিবল মাঠ সংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন ধরে যায় । অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই বৈদ্যুতিক তার থেকে শুরু করে ছোট-বড় বিভিন্ন গাছপালা । অগ্নিকান্ড অনেকটা বেশি হওয়ার কারণে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ছনবন এলাকার ব্যবসায়ীরা এই ঘটনা দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে অগ্নি নির্বাপক দপ্তরের খবর দেয় অগ্নিকাণ্ডের বিষয়ে । অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় গোটা উদয়পুর শহরে। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে জল দিয়ে বিভিন্ন গাছে ধরে যাওয়া আগুনকে নিভিয়ে ফেলা হয় । এলাকাবাসীদের ধারণা যেভাবে দুপুরের দিকে সূর্যের প্রখর রৌদ্র বেড়ে চলেছে তার থেকেই ট্রান্সমিটার গরম হয়ে সে তারের মধ্যে আগুন ধরে গিয়েছে । দীর্ঘ কুড়ি মিনিট পর্যন্ত এই অগ্নিকাণ্ড গোটা ট্রান্সমিটারের নিচে সমস্ত তার পুড়ে গিয়ে আগুনের ফুলকা গুলি মাটিতে এবং বিভিন্ন গাছে গিয়ে পড়তে শুরু করেছিল । যদি আর কিছুক্ষণ দেরি হতো তাহলে দুইটি ট্রান্সমিটারে আগুন ধরে যেতে বলে ধারণা করেন এলাকাবাসীরা। ভর দুপুরে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে উদয়পুর ছনবন এলাকা জুড়ে ।

You may also like

Leave a Comment