Home » গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের সংহিতা সরকারের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদ জানিয়ে গোবিন্দপুরের মহিলারা উত্তর জেলা পুলিশ সুপারের দ্বারস্থ।

গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের সংহিতা সরকারের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদ জানিয়ে গোবিন্দপুরের মহিলারা উত্তর জেলা পুলিশ সুপারের দ্বারস্থ।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
১৪ মার্চ ধর্মনগর মহকুমার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে গণেশ দাসের স্ত্রী সংহিতা সরকারের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে সোচ্চার হয় গোবিন্দপুর এলাকার আপামর মহিলারা। ঘটনার বিবরণে জানা যায় সংহিতা সরকারের উপর কু উদ্দেশ্য নিয়ে একই গ্রামের বাসিন্দা নলিনীকান্ত সিংহ আক্রমণ চালায়। কিন্তু কু উদ্দেশ্য চরিতার্থ করতে না পেরে তার ওপর প্রাণঘাতী হামলা চালায়। এতে সংহিতা সরকার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ঘটনার পরেই স্থানীয় চুড়াইবাড়ি থানার পুলিশ নলিনী কান্ত সিংহকে গ্রেপ্তার করে কিন্তু তার সাথে অন্যরা যারা ছিল তাদের গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনার পর গ্রামে মহিলাদের এবং বাচ্চাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে মহিলারা এবং বাচ্চারা ঘরে যেতে চায়না। এমন অবস্থায় নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং নলিনীকান্ত সিংহকে তদন্তক্রমে দোষী সাব্যস্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে গোবিন্দপুরের প্রায় অর্ধশতাধিক মহিলা উত্তর জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী দারস্ত হয়। পাশাপাশি এই প্রাণঘাতী হামলার সাথে যারা অন্যরা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে সঠিক শাস্তি প্রদানে মহিলাদের পক্ষ থেকে মারক লিপি পুলিশ সুপারের উদ্দেশ্যে দেওয়া হয়
পুলিশ সুপার সম্পূর্ণ ঘটনা অবধা মন করে এবং অতিসত্বর এর কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। রাজ্য তথা দেশে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একের পর এক আইন প্রণয়ন করে চলেছেন এমন অবস্থায় গোবিন্দপুর গ্রামের এই ঘটনা কোনমতেই মেনে নেওয়া যায় না বলে এলাকাবাসীর পক্ষ থেকে ক্ষোভ উঠে এসেছে।

You may also like

Leave a Comment