
শান্তিরবাজার প্রতিনিধি : রাজ্যসরকার চাইছে কৃষকদের আয় দ্বীগুন করতে। রাজ্যসকারের উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে কাজকরেযাচ্ছে জোলাইবাড়ী কৃষি দপ্তর। জোলাইবাড়ী কৃষি দপ্তেরর তত্বাবধায়ক শ্রীদাম দাসের উদ্দ্যোগে সরকারি সাবসিডির মাধ্যমে বেনিফিসারী নির্ধারন করে উন্নতমানের ট্রাকটার বিতরন করে সমগ্র শান্তির বাজার মহকুমাজুরে ব্যাপক আলোরন সৃষ্টি করেছেন। এই উন্নতমানের ট্রাকটার দিয়ে জমিচাষের পাশাপাশি ট্রাকটারেরমাধ্যম কৃষকরা নিজেদের কৃষিজমিতে উৎপাদিত কৃষিজফসল পরিবহন করতেপারবে। এই উন্নতমানের ট্রাকটারটির জন্য সরকারিভাবে ৩ লক্ষ ৭৫ হাজার টাকার সাবসিডি দেওয়াহয়েছে। এইধরনের ট্রাকটার প্রথমবারের মতো বেনিফিসারী পেয়েছেন। আজকে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে উন্নতমানের ট্রাকটারটি বেনিফিসারীর হাতে তুলেদিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রীর পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী কৃষিদপ্তেরর তত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ী ব্লকের এগ্রিস্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বিশিষ্ট সমাজসেবী তমাল বৈদ্য সহ অন্যান্যরা। আজকের এই ট্রাকটার বিতরনি অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া কৃষকদের উৎসাহ প্রদানে উন্নতমানের ট্রাকটারটি নিজে চালালেন। এতেকরে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্যকরাযায়। রাজ্যসরকার কৃষকদের উন্নয়নে কি কি কাজ করছেন তাসম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া এই সরকার কৃষক বান্ধব প্রতিনিয়ত কৃষকদের আই দ্বিগুণ করার লক্ষ্যে সরকার কাজ করছে। আরো বলেন কৃষকসমৃদ্ধ হলেই দেশ এবং রাজ্য সমৃদ্ধ করা সম্ভব।