Home » ভগ্নিপতির দ্বারা শ্যালিকা ধর্ষণ । আদালতের রায়ে ১২ বছর জেল

ভগ্নিপতির দ্বারা শ্যালিকা ধর্ষণ । আদালতের রায়ে ১২ বছর জেল

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

ভগ্নি পতির দ্বারা শ্যালিকা ধর্ষণ । এই ঘটনায় উদয়পুর জেলা দায়রা আদালত ১২ বছরের জন্য জেলে পাঠায় দর্শনে অভিযুক্ত রাজীব কর্মকারকে । ঘটনার বিবরণে জানা যায় , ২০২১ সালে নিজ শ্যালিকা শিক্ষকের বাড়ি থেকে পড়াশোনা শেষ করে নিজ বাড়ি ফেরার পথে হঠাৎ শ্যালিকাকে গাড়ি করে অপহরণ করে নিয়ে যায় ভগ্নিপতি । তখন বাড়ির সদস্যরা একটা সময় চিন্তায় পড়ে যায় কেন মেয়ে শিক্ষকের বাড়ি থেকে বাড়ি ফিরে আসছে না। পরবর্তী সময়ে কাকড়া বন থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করা হয় । পুলিশ মামলা হাতে নিয়ে তার তদন্তে নেমে জানতে পারে শ্যালিকাকে আকাশপথে চেন্নাই নিয়ে যায় ভগ্নিপতি । চেন্নাই গিয়ে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে এক ভাড়া বাড়িতে উঠে ধর্ষণে অভিযুক্ত রাজিব কর্মকার। পরে পুলিশ তাদেরকে পুনরায় রাজ্যে আসার প্রস্তাব দেয় এবং বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য থানায় আসতে বলেন। তখন আগরতলা এয়ারপোর্টে রাজিব কর্মকার নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার করে পুলিশ । পরে পুলিশ জানতে পারে ভগ্নিপতি তার নিজ শ্যালিকাকে ধর্ষণ করে। পরে পুলিশ আরো একটি ধর্ষণের মামলা পরিবারের কাছ থেকে মামলা পেয়ে তার তদন্ত শুরু করে । এই ঘটনায় অমরপুরের বাসিন্দা তথা ধর্ষক রাজিব কর্মকারকে উদয়পুর জেলা দায়রা আদালত সোমবার দুপুরে ১২ বছরের জেল হাজতের নির্দেশ দেয় । গোটা ঘটনায় আজ ধর্ষক রাজিব কর্মকার কান্নায় ভেঙে পড়ে আদালত চত্বরে ।

You may also like

Leave a Comment