প্রতিনিধি, বিশালগড় ,। সেকেরকোট স্থিত অর্কনীড়ে আয়োজিত গ্রামীণ উদ্যোগ মেলার সমাপ্তি ঘটলো। গত ১২ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রী সান্ত্বনা চাকমার হাত ধরে মেলার উদ্বোধন হয়েছিল। সিডবির সহযোগিতায় আয়োজিত মেলায় ৭২ টি স্টলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাতের তৈরি বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সহ ক্ষুদ্র শিল্পীরা। মেলার বিশেষ আকর্ষণ ছিল পিঠেপুলি। উল্লেখ্য গত ১৯ বছর ধরে এই মেলা এবং পিঠেপুলি উৎসবের আয়োজন করছে অর্কনীড়। রবিবার বিকালে ৭ দিন ব্যাপি মেলার সমাপ্তি ঘটে। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, অর্কনীড়ের প্রকৌশল উপদেষ্টা প্রমোদ লাল ঘোষ, সচিব অভিজিৎ গন চৌধুরী, সিডবির এজিএম দেবর্ষি বিশ্বাস প্রমুখ। শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক বলেন মেলা মানেই আনন্দ। মেলায় ক্রেতা বিক্রেতার সমাগমে ভাতৃত্বের বন্ধন সুদৃঢ হয়। স্বউদ্যোগীদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ করে দেওয়ায় অর্কনীড়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন ত্রিপুরা সরকার সকলের হাতে বিকল্প রোজগারের দিশা দেখানোর কাজ করছে। ইতিমধ্যে নানা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ মহিলাদের রোজগারের দিশা দেখিয়েছে সরকার।
95