বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাসের উদ্দ্যোগে অন্যান্য বছরেরন্যায় এইবছরও বড় আকারে রথযাত্রা অনুষ্ঠীত করাহয়। এই রথযাত্রাকে কেন্দ্র করে শান্তির বাজার মহকুমার পাশাপাশি রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে ব্যাপকহারে ভক্তদের সমাগম ঘটে। ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজি আয়োজিত আজকের এই রথযাত্রা অনুষ্ঠানের শুভ সূচনায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক সহ অন্যান্যরা। আজকের এই রথযাত্রা অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে নতুন মন্দির নির্মান থেকে শুরুকরে সার্বিক উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়েদেবেন। মন্ত্রীর হাতধরে আজকের এই রথযাত্রার শুভ সূচনা করাহয়।
দুই মন্ত্রীসহ হাজার হাজার লোকের সমাগমের মধ্যদিয়ে বাইখোড়ায় রথযাত্রা অনুষ্ঠীত হয়।
by admin
written by admin
114
previous post