Home » এক গাড়িকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো খোয়াই শহরে।

এক গাড়িকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো খোয়াই শহরে।

by admin

মাসাধীক কাল ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক গাড়িকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো খোয়াই শহরে। গাড়িটি কোন মাদকদ্রব্য পাচারে কাজে ব্যবহৃত, না কি কোন অপরাধের সাথে জড়িত তা নিয়ে সংশয়ে রয়েছে খোয়াই পুরো পরিষদের ১৩ নং ওয়ার্ডের নাথ শর্মা এলাকার বাসিন্দারা। ঘটনার বিবরনে জানা যায় যে খোয়াই সুভাষ পার্ক স্থিত পুরাতন কো-অপারেটিভ ব্যাংকের পেছনে টি আর ০১ এ এল ০২১৫ নম্বরের একটি মারুতি ইকো গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীদের মধ্যে। গাড়িতে কোন মাদকদ্রব্য রয়েছে কিনা কিংবা গাড়িটি অবৈধ কাজে ব্যবহার করে এখানে রেখে দেওয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে এলাকাবাসীর মধ্যে। সম্প্রতি খোয়াই শহর ও তার আশপাশ এলাকা গুলি থেকে চোর চক্রের পান্ডারা মোটরবাইক ও মোটর গাড়ি চুরি করে বহিরাজ্যে প্রাচার করছে। কয়েক বছর পূর্বেও খোয়াই দুর্গানগর এলাকা থেকে এক মারতি আলটু গাড়ি চুরি হয়। এই ঘটনায় সিপিএমের কয়েক জন নেতাকে গ্রেফতার গারদে প্রেরণ করা হয় । বর্তমানে যদিও এরা জামিনা মুক্ত রয়েছে। পারিপার্শ্বিক এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এখনো খেয়াই বাসি ভয়ে আঁতকে ওঠেন। মঙ্গলবার বিকেলে এই বিষয়টি নিয়ে মহাকুমা পুলিশ আধিকারিক পূষন কান্তি মজুমদারকে অবগত করানো হয়। কিন্তু সংবাদ লেখা অব্দি পুলিশ কোন ব্যবস্থা নেই নি বলে খবর। এদিকে খবর নিয়ে জানা গেছে পরিত্যক্ত অবস্থায় যে গাড়িটি পড়ে রয়েছে তা এখন অব্দি চারবার বিক্রি হয়েছে। বর্তমানে গাড়িটির মালিক অভিজিৎ দেব । পূর্বে গাড়িটি ছিল সবুজ রঙের। বর্তমানে এটির রং সাদা হয়েছে। মালিক এবং গাড়ির কালার পরিবর্তনের পেছনে যে অনেক রহস্য লেকিয়ে রয়েছে তা পুলিশ সঠিক তদন্ত করলেই বেরিয়ে আসবে বলে অভিমত তথ্য বিজ্ঞ মহলের

You may also like

Leave a Comment