Home » উদয়পুর প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়

উদয়পুর প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

উদয়পুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুপুরে । উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস , ত্রিদিব দাস এবং অপারেটিভ সোসাইটির ম্যানেজার দেবাশীষ রায় বর্মন সহ প্রমুখ । সাধারণ নির্বাচন সংক্রান্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায় বলেন, কো অপারেটিভ সোসাইটি হচ্ছে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা । যদি কোন ব্যবসায়ী চড়া দামে বাজারে কোন জিনিস বিক্রি করে যাচ্ছে সেই বিক্রি রোধ করতে হলে কো অপারেটিভ থেকে কম দামে তা কিভাবে বিক্রি করা যায় তার প্রতি লক্ষ্য রাখা । বিগত দিনে কোঅপারেটিভ ততটা লাভের মুখ না দেখলেও বর্তমানে কো-অপারেটিভকে লাভের মুখ দেখানোর জন্য সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে । সাধারণ নির্বাচনে কোন বিরোধী থেকে প্রার্থী না দেওয়ার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কো অপারেটিভ সোসাইটির সাধারণ নির্বাচনে ছয়জন সদস্য জয়লাভ করে। একই সাথে দ্বিতীয়বারের জন্য কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান করা হয়েছে বিক্রম দাসকে । সাধারণ নির্বাচন সংক্রান্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে সদস্যদের উপস্থিতির পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল সারা জাগানো ।

You may also like

Leave a Comment