Home » বিজ্ঞান বিভাগে পড়াশোনা করবে ধনপুরের সুপর্ণা

বিজ্ঞান বিভাগে পড়াশোনা করবে ধনপুরের সুপর্ণা

by admin

প্রতিনিধি, বিশালগড়,।। ধনপুরের মেধাবী ছাত্রী সুপর্নার স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এবছর মাধ্যমিক পরিক্ষায় ৯৩ শতাংশ নম্বর পেয়েছে সুপর্ণা দেবনাথ।পারিবারিক আর্থিক দৈন্যতা সুপর্নাকে আটকাতে পারেনি। তার ফলাফল আলোড়ন সৃষ্টি করেছে গোটা ধনপুরে। কিন্তু ৯৩ শতাংশ নম্বর পেয়েও এই মেধাবী ছাত্রী হতাশায় নিমজ্জিত। তার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ইচ্ছে। কিন্তু সেই ইচ্ছে পূরণে প্রতিবন্ধকতা তৈরি করেছে পারিবারিক আর্থিক অস্বচ্ছলতা। বাধ্য হয়ে সে কলা বিভাগে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়ে নেয়। সুপর্ণার স্বপ্ন ভেঙে যাওয়ার খবর পায় ধনপুরের ভূমি কন্যা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। নিজের এলাকার মেধাবী ছাত্রীর স্বপ্ন পূরণে বাড়ালেন সহযোগিতার হাত। সোমবার ছাত্রীর বাড়িতে ছুটে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পরামর্শ দেন তিনি। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হলে সোনামুড়া কিংবা মেলাঘর স্কুলে ভর্তি হতে হবে। যেখানে পছন্দ সেখানেই ভর্তি হতে বলেন তিনি। পড়াশোনার জন্য যাবতীয় সহযোগিতা করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এহেন ভূমিকায় দারুণ খুশি ছাত্রী সুপর্ণা দেবনাথ। তার ইচ্ছে পূরণ হোক এটাই চাইছে গোটা গ্রামের মানুষ।

You may also like

Leave a Comment