
প্রতিনিধি শান্তির বাজার : শান্তির বাজার বিধানসভাকেন্দ্রের বেশকিছু জায়গা পরিদর্শন করলেন মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক প্রমোদ রিয়াং।
দুইদিনের সফরে দক্ষিন ত্রিপুরায় আসলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি রাজ্যের সার্বিক উন্নয়নে ও বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ করেযাচ্ছেন। দক্ষিন ত্রিপুরা সফরের দ্বীতিয়দিনে শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনু শুকর ফার্ম পরিদর্শন করলেন তারপাশাপাশি বীরচন্দ্র মনু এলাকায় টি আর এলএম দ্বারা পরিচালিত একটি স্ব সহায়ক দলের সদস্যাদের সঙ্গে দেখাকরেন। জানাযায় এই স্ব সহায়ক দলের ২০ জন মহিলা সদস্যামিলে শুকর পালন করছেন আর্থিক উন্নতির লক্ষ্যে। আগামী কয়েকমাসের মধ্যে উনারা এই শুকর পালনের লাভের দিকগুলি দেখতে পারবেন। শ্রী মন্ত্রী তাদের আর্থিকভাবে স্বাবলম্বন হওয়ার জন্য বিভিন্ন রকম পরামর্শ দেন এবং বলেন পাশে আছি। তার পাশাপাশি আজকের এই পরিদর্শনকালে মন্ত্রী সুধাংশু দাস সংবাদমাধ্যমের সন্মুখিন হয়েজানান তিনি রাজ্যে দুধ, ডিম, মাছ ও মাংসের উৎপাদন বৃদ্ধীর জন্য কাজকরেযাচ্ছেন। তারপাশাপাশি তিনি জানান যেসকল যুবকরা মাধ্যমিক ফেল ,অষ্টম শ্রেনী উক্তিন্ন অথবা যাদের চাকুরি পাবার সময়সিমা চলেগেছে তাদেরকে মৎস দপ্তর ও প্রানীসম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে আর্থিক দিকদিয়ে সাবলম্বীকরে তোলার প্রয়াসে কাজকরাহচ্ছে। সকলকে চাকুরি দেওয়াসম্ভবনয় তাই এই দপ্তর গুলির মাধ্যমে কিভাবে বেকারদের কর্মসংস্থান করাযায় তার প্রয়াস করছে মন্ত্রী সুধাংশু দাস। তিনি জানান প্রত্যেক জেলাতে মাসে দুইদিন এরকম পরিদর্শনে বের হবে এতে আসবে সরকারি অফিসে আরও বেশি কাজের গতি। পাশাপাশি সমস্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনাসভায় মিলিত হবেন। পরেরদিন ফিল্ডভিজিটের মাধ্যমে লোকজনের সঙ্গে জন সম্পর্ক এবং মাঠে কর্মরত শ্রমিকদের সঙ্গে পরামর্শ করবেন। লোকজনেদের মৎস্য চাষ ও পশু পালনের আগ্রহ বাড়াতে কাজ করেযাচ্ছেন মন্ত্রী সুধাংশু দাস। বীরচন্দ্র মনু এলাকা পরিদর্শনের মাধ্যমে মন্ত্রী দেখতেপান বীরচন্দ্র একটি ভ্যাটেনারি অফিসে দুপুর ১২ টার পরেও তালাদেওয়া রয়েছে। বীরচন্দ্র মনু সেই অফিস ভিজিট করে তিনি সঙ্গে সঙ্গে দপ্তরের আধিকারিককে দিয়ে ভ্যাটেনারিতে কর্মরত কর্মী সুকান্ত দেববর্মাকে শোকজ করেন। বীরচন্দ্রমনু এলাকা পরিদর্শন শেষে শান্তির বাজারে এস সি বরেজ হোষ্টেল ও শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয় পরিদর্শন করেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি আজকের দিনের কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বিস্তারিত তথ্য তুলধরলেন যেখানে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলিতে কাটিয়ে উন্নয়নের কাজে গতি আনতে হবে। আজকেরই পরিদর্শন কে কেন্দ্র করে বিধায়ক এবং মন্ত্রী ছাড়াও দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।