Home » রিদম এ কালচারাল অর্গানাইজেসান এবং আর্থ কি ফাউন্ডেশন এর উদ্যোগে শুরু হতে চলেছে ট্যালেন্ট হ্যান্ড প্রতিযোগিতা।

রিদম এ কালচারাল অর্গানাইজেসান এবং আর্থ কি ফাউন্ডেশন এর উদ্যোগে শুরু হতে চলেছে ট্যালেন্ট হ্যান্ড প্রতিযোগিতা।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
আগামী ৭ মে থেকে ত্রিপুরা রাজ্য করিমগঞ্জ শিলচর এবং পাথারকান্দি কে নিয়ে রিদম এ কালচারাল অর্গানাইজেশন এবং আর্থ কি ফাউন্ডেশন এর উদ্যোগে এক মেগা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এ প্রতিযোগিতা কে সামনে রেখে ধর্মনগর প্রেসক্লাবে দুই অর্গানাইজেশনের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন করেন। রিদম এ কালচারাল অরগানাইজেশনের পক্ষে উপস্থিত ছিলেন তাদের অধ্যক্ষা অমৃতা ভট্টাচার্য এবং শিক্ষিকা দেবশ্রী ভট্টাচার্য। আর্থ কি ফাউন্ডেশন এর উপস্থিত ছিলেন সভাপতি পীযূষ চৌধুরী এবং সম্পাদক নিতীশ দেব। উল্লেখ্য এই নিয়ে দ্বিতীয় বার তারা এ প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে ।গত বছর ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে ২২০ জন প্রতিযোগী তিনটি বিষয়ে গান নাচ এবং মডেলিং য়ে অংশগ্রহণ করেছিল এবার পূর্বের মাত্রা ছাড়িয়ে যাবে বলে, তারা আশাবাদী। মে মাসের ৭ তারিখ থেকে অডিশন শুরু হবে সেমিফাইনাল এবং ফাইনাল ধর্মনগরে অনুষ্ঠিত হবে জুলাই মাসে যারা তিনটি ইভেন্টে প্রথম প্রথম স্থান অধিকার করবে তাদেরকে কলকাতার বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলনে যোগদান করার ব্যবস্থা করা হবে। বিজয়ীদের প্রাইজ মানি এবং বিভিন্ন ধরনের পুরস্কারে ভূষিত করা হবে। গান এবং নাচের ক্ষেত্রে ৩০০ টাকা করে এন্ট্রি ফি এবং মডেলিং এর ক্ষেত্রে ৪০০ টাকা করে মডেলিং ফি ধার্য করা হয়েছে। সমস্ত প্রতিযোগীদের ০৭৬ ২৯৯ ২০ ৯৮৭ নম্বরে নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানানো হয়েছে।

You may also like

Leave a Comment