রবিবার দুপুরে গোমতি জেলা পুলিশ সুপারের কোয়ার্টারের পাশ থেকে টি আর ০৩ কে ৬৪৭৯ নম্বরে একটি বাইক চুরি করে নিয়ে যাওয়ার পথে এলাকাবাসীদের হাতে আটক দুই চোর। ঘটনার বিবরণে জানা যায় , এদিন দুপুরে জেলা পুলিশ সুপারের কোয়ার্টার সংলগ্ন এলাকা থেকে বাইকটিকে চুরি করে নিয়ে যাচ্ছিলেন আগরতলা থেকে আসা দুই চোর। অভিযোগ টি আর ০১ই ৩৫৬৪ নম্বরের একটি অটো গাড়ি করে বাইক চুরি করতে আসেন দুই যুবক । অটো গাড়িতে করে বাইক চুরি করার ঘটনাটি এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে পেরে দুই চোরকে আটক করে উত্তম মাধ্যম দেয়। পরে রাধাকিশোরপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীদের হাত থেকে ২ চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দিন দুপুরে উদয়পুর শহর থেকে বাইক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।