Home » এ আর সি আলু চাষে সাফল্য শান্তির বাজার। মন্ত্রী সরোজমিনে কৃষকদের পাশে।

এ আর সি আলু চাষে সাফল্য শান্তির বাজার। মন্ত্রী সরোজমিনে কৃষকদের পাশে।

by admin

প্রতিনিধি শান্তিরবাজার: কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষকদের স্বার্থে। বর্তমানসময়ে রাজ্যসরকারের কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ কৃষকদের আয় বদ্ধির লক্ষ্যে দেশের বাইরে বিভিন্নপ্রান্তথেকে উন্নতমানের প্রযুক্তি নিয়ে আসছেন রাজ্যকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে। যার মধ্যে গত বছর সাউথ আমেরিকান কান্ট্রির পেরো থেকে মোহন, লিমা, হিমালিনী, উদয়, সঙ্গম পাঁচটা ভ্যারাইটির উন্নত মানের আলুর বীজ নিয়ে আসা হয়েছে। এই উন্নতমানের বীজগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকদের মধ্যে বিলি করা হয়েছে। যার মধ্যে দক্ষিন ত্রিপুরার শান্তির বাজার মহকুমার বকাফা এলাকায় কৃষকদের মধ্যে এই উন্নতমানের আলুর বীজ দেওয়া হয়েছে।এ আর সি পদ্ধতিতে এই বীজথেকে কি পরিমানে আলুর ফলন হচ্ছে ও কৃষকদের মতামত জানতে বৃহস্পতিবার বেতাগা এলাকায় ছুটে যান কৃষিমন্ত্রী রতন লালনাথ এবং কৃষি দপ্তরের আধিকারিক। তিনি সরেজমিনে গিয়ে এ আর সি পদ্ধতিতে আলু চাষ করে কৃষকদের উৎপাদিত ফসল কতটুকু বৃদ্ধি হয়েছে আলু তা নিয়ে জমি পরিদর্শনের পাশাপাশি কৃষকদের সঙ্গে মতবিনিময় এর পাশাপাশি কৃষক সখীদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী। বেতাগা এলাকায় আজকের এই পরিদর্শনে কৃষিমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ জেলা পরিষদের সদস্য নীতিশ দেবনাথ ,শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য,বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং , বগাফা কৃষি তত্ত্বাবধায়ক রাজীব সেন, জোলাই বাড়ি কৃষি তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক সহ অন্যান্যরআ। জানা যায় কৃষকেরা আগে যেই তথাগত পদ্ধতিতে আলু চাষ করতেন তাতে অনেক ফসল কম হতো এখন এ আর সি পদ্ধতিতে আলু চাষ করে কৃষকরা আগের চেয়ে দ্বিগুণ ফসল উৎপাদন হয়েছে বলেই জানা যায়। এতে দক্ষিণ জেলা সহ গোটা রাজ্যে বেড়েছে কৃষকদের আয় ।দেখা গেল কৃষিমন্ত্রী রতননাথ কে কৃষকরা সরজমিনে হাতের কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগ খোলামেলা জানাতে পেরে খুশি।

You may also like

Leave a Comment