শান্তিরবাজার প্রতিনিধ: রাজ্যসরকার কৃষকদের আয় দ্বীগুন করারলক্ষ্য কাজকরেযাচ্ছে। বর্তমানসময়ে রাজ্যসরকারের কৃষিদপ্তরের মন্ত্রী রতন লালনাথ কৃষকদের আয় বৃদ্ধীর লক্ষ্যে দেশের বাইরে বিভিন্নপ্রান্তথেকে উন্নতমানের প্রযুক্তি নিয়েআসাহচ্ছে। যারমধ্যে সাউথ আমেরিকান কান্ট্রির পেরো থেকে উন্নত মানের আলুর বীজ নিয়েআসাহয়েছে। এইউন্নতমানের বীজগুলি রাজ্যের বিভিন্নপ্রান্তে কৃষকদের মধ্যে বিলিকরাহয়েছে। যারমধ্যে দক্ষিন ত্রিপুরার শান্তির বাজার মহকুমার বেতাগা এলাকায় কৃষকদের মধ্যে এই উন্নতমানের বীজ দেওয়াহয়েছে। এইবীজথেকে কিপরিমানে আলুর ফলনহচ্ছে ও কৃষকদের মতামত জানতে শুক্রবার বেতাগা এলাকায় ছুটেযান কৃষিমন্ত্রী রতন লালনাথ। তিনি সরোজমিনেগিয়ে আলু লাগানো জমিপরিদর্শন করেন এবং এই আলু রোপনের বিভিন্ন উপকারিতা নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনাকরেন। বেতাগা এলাকায় আজকের এই পরিদর্শনে কৃষিমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, কৃষিদপ্তেরর ডাইরেক্টার সরদিন্দু দাস, ডেপুটি ডাইরেক্টার সুমিত কুমার সাহা, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য,ভাইসচেয়ারম্যান সত্যব্রত সাহা, বগাফা কৃষিদপ্তরের তত্বাবধায়ক রাজীব সেন, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়াম্যান শ্রীদাম দাস সহ অন্যান্যরা। বেতাগা এলাকায় কৃষিজমি পরিদর্শন শেষে মন্ত্রী ছুটেযান জোলাইবাড়ী ব্লকের অধীনে মুহুরীপুর এলাকায়। সেখানে গিয়ে উন্নতমানের ধানচাষের কাজ পরিদর্শন করেন কৃষিমন্ত্রী রতন লালানাথ। এইপদ্বতিতে ধানচাষকরে কৃষকরা বিষেশ উপকৃত হবে। জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস প্রতিনিয়ত মাঠেগিয়ে কৃষকদের পাশেগিয়ে দারাচ্ছে। যারফলে কৃষকরা কৃষিকাজে অনেকটা এগিয়েযাচ্ছে। কৃষকদের এইধরনের ব্যাপক উন্নয়নে খুবই খুশি মন্ত্রী রতন লালনাথ। মুহুরীপুর এলাকায় গিয়ে অন্নদাতাদের সংবর্ধনা প্রদানকরেন মন্ত্রী। মুহুরীপুর এলাকায় আজকের এই পরিদর্শনে মন্ত্রী রতনলাল নাথের পাশাপাশি উপস্থিতছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী কৃষিদপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ী এগ্রিস্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং সহ অন্যান্যরা। মুহুরীপুর এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে কৃষি কাজে উন্নয়নের পাশাপাশি এলাকার বিভিন্ন দিকদিয়ে উন্নয়নের পতিশ্রুতিদেন মন্ত্রী রতন লালনাথ। মন্ত্রীকে কাছেপেয়ে খোবই আনন্দিত এলাকার লোকজনেরা। আজকের দিনে বিভিন্নকর্মসূচীর কথা ও রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা সংবাদমাধ্যমের সামনে জানান মন্ত্রী রতন লালনাথ।
বেতাগা ও মুহুরীপুর এলাকায় কৃষকদের উৎসাহ দিতে মাঠে কৃষিমন্ত্রী রতন লালনাথ। কৃষক বন্ধক হয়ে কাজ করার পরামর্শ কৃষি দপ্তর আধিকারিকদের মন্ত্রী।
213